সংক্ষিপ্ত

বৃহস্পতিবার বক্তব্য পেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের শেষে নরেন্দ্র মোদীর কাছ থেকে সাগ্রহে অটোগ্রাফ চেয়ে নিলেন মার্কিন স্পিকার কেভিন ম্যাককার্থি।

তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ জুন, বৃহস্পতিবার আমেরিকান কংগ্রেসে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ১৯টি গান স্যালুট দিয়ে স্বাগত জানাল হোয়াইট হাউস। দুই দেশের জাতীয় সংগীতে মুখর হয়ে উঠল সংসদ সভা। ঐতিহাসিক মুহূর্তে জো বাইডেনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন মোদী। 

তাঁর বক্তব্য রাখার সময়েই চারিদিক থেকে উঠল ‘মোদী’ ‘মোদী’ জয়ধ্বনি। করতালিতে মুখর হয়ে উঠল হোয়াইট হাউস। মত ৭৯ টি করতালি, শ্রোতাদের ১৫ বার উঠে দাঁড়িয়ে ‘মোদী’ ‘মোদী’ স্লোগান, অটোগ্রাফ, আনন্দে সেলফি তোলা এবং দ্বিদলীয় সমর্থনে বৃহস্পতিবার সারা দিন জুড়ে উচ্ছ্বসিত থাকল আমেরিকার পার্লামেন্ট। 

বক্তব্যের শেষে নরেন্দ্র মোদীর কাছ থেকে সাগ্রহে অটোগ্রাফ চেয়ে নিলেন মার্কিন স্পিকার কেভিন ম্যাককার্থি।

আরও পড়ুন- 
Weather News: দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা, শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Titan Submarine: ১,৬০০ ফুট গভীরে টাইটান সাবমেরিন-এর ধ্বংসাবশেষ উদ্ধার, কোনও পর্যটক জীবিত না থাকার কথা নিশ্চিত
Adipurush: ‘আদিপুরুষ’-এ রাম, সীতা, হনুমান আর রাবণের চরিত্রায়ণ নিয়ে আপত্তি, হিন্দু সেনা-র আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট