সংক্ষিপ্ত
- সপরিবারে ভারতে এসেছেন ডোনাল্ড ট্রাম্প
- পরিবারের সকল সদস্যের প্রশংসা মোদীর গলায়
- ফার্স্ট লেডি মেলানিয়ার কাজের তারিফ করলেন
- বাদ গেলেন না মেয়ে ইভাঙ্কা ও জামাই কুশনারও
পরিবারের সকলকে নিয়ে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হলয মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন কথাই শোনা গেল নরেন্দ্র মোদীর গলায়। মোদী ভারত মাতা কি জয় দিয়ে সোমবার বক্তৃতা শুরু করলেও পরের লাইনেই বলেন নমস্তে ট্রাম্প বলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান।
স্ত্রী মেলানিয়া ছাড়াও মেয়ে ইভাঙ্কা ও জামাই কুশনারকে নিয়ে দু'দিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সফরে বিমানবন্দর থেকে মোতেরা পর্যন্ত ভারতের বৈচিত্যের নানা রঙ তুলে ধরা হয়েছে। ভারতীয় সংস্কৃতিতে পরিবারের স্থান গুরুত্বপূর্ণ। ট্রাম্পের সফরেও সেই পারিবারিক ঘনিষ্ঠতার আভাস পাওয়া যাচ্ছে বলে বক্তব্য রাখেন মোদী।
ট্রাম্পের আমলে ভারত-মার্কিন সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলে জানান মোদী। মোতেরায় প্রধানমন্ত্রীর বক্তব্য জুড়ে কেবল মার্কিন প্রেসিডেন্ট নয় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রশংসাও শোনা গেছে। মার্কিন সমাজের উন্নতিতে ফার্স্ট লেডির অবদানের কথা তুলে ধরেছেন তিনি। ট্রাম্পের পাশে বসে তখন সলজ্জ হাসি মেলানিয়ার ঠোঁটে।
আরও পড়ুন: চা-ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী, 'বন্ধু' মোদীর জন্য গর্বিত প্রেসিডেন্ট ট্রাম্প
মোদীর ভাষণ থেকে বাদ যায়নি ইভাঙ্কাও। দু'বছর আগে এই ব্যবসায়িক সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন ট্রাম্প কন্যা। সেই সময়ই মোদীকে বলেছিলেন ফের একবার এদেশে আসতে চান। সেই কথা রাখায় ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প কন্যাকে।
আরও পড়ুন: বন্ধুকে দেওয়া কথা রাখতে পেরে স্বস্তিতে মোদী, মোতেরার ভিড় দেখে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট
ট্রাম্পের জামাই কুশনারকেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। লাইম লাইট থেকে দূরে থাকা কুশনারের কাজের প্রশংসা শোনা গেছে মোদীর গলায়।