জম্মু-কাশ্মীরে পা রাখতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুকেশ অম্বানী এই কথা জানালেন সংস্তার ৪২তম বার্ষিক সভায় এর জন্য সংস্থা একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করবে গত সপ্তাহেই নরেন্দ্র মোদী শিল্পপতিদের কাশ্মীর উপত্যকায় বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন 

এবার কাশ্মীরে পা রাখতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সংস্থার সোমবার চেয়ারম্যান মুকেশ অম্বানী জানালেন শীঘ্রই জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে বেশ কিছু বিনিয়োগের ঘোষণা করবে। এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪২তম বার্ষিক সভায় তিনি আরও বলেন জম্মু ও কাশ্মীরে বিনিয়োগের জন্য তাঁর সংস্থা একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করবে।

দিন কয়েক আগেই জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ৩৭০ ধারা তুলে নেওয়ার ফলে জম্মু-কাশ্মীর ও লাদাখে বেসরকারি বিনিয়োগ শুরু হবে। প্রধানমন্ত্রী উপত্যকার উন্নয়নে সামিল হতে ভারতীয় শিল্পপতিদের এই এলাকায় বিনিয়োগ করার জন্য় অনুরোধ করেছিলেন। তিনি বিশেষ জোর দিয়েছিলেন ফিল্ম, পর্যটন, খাদজ্য প্রক্রিয়াকরণ এবং আমদানি-রপ্তানি শিল্পের উপর।

Scroll to load tweet…

এরপরই প্রথম সাড়া মিলল মুকেশ অম্বানীর তরফে। রিলায়েন্স সংস্থা কাশ্মীরে কোন ধরণের শিল্পে বিনিয়োগ করা কথা ভাবছে, এখন সেটাই দেখার। গত ৬ অগাস্ট কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে। ফলে নিজস্ব পতাকা, নিজস্ব আইন ও নিজস্ব অধিকার-সহ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাও বিলুপ্ত হয়েছে। একই সঙ্গে জম্মু কাশ্মীর ও লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যটিকে ভাগ করে দেওয়া হয়েছে।