সংক্ষিপ্ত

এক টানা বৃষ্টিতে মুম্বই এখন কার্যত মৃত্যুপারী। বৃষ্টির ফলে মাটি ধসে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি।

এক টানা বৃষ্টিতে মুম্বই এখন কার্যত মৃত্যুপারী। বৃষ্টির ফলে মাটি ধসে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সারাদিন ধরে মিলেছে মৃত্যুর খবর। মুম্বইয়ের চেম্বুর এলাকায় এখন শুধু হাহাকার। বাড়ির ধ্বংস্বস্তুপের তলায় চাপা পড়ে রয়েছে অন্তত ১৫ জন। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোটা এলাকা জুড়ে চলছে তল্লাশি ও উদ্ধারকার্য। 

 

 

এদিকে শুক্রবার থেকে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ম্যাঙ্গালুরু-মুম্বই ট্রেন পরিষেবা। রবিবার সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়। বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।