সংক্ষিপ্ত
- ৭৫ তম জন্মবার্ষিকীতে রাজীব-স্মরণে গান্ধী পরিবার
- প্রয়াত রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- দিল্লির বীর ভূমিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী
- সঙ্গে ছিলেন মনমোহন সিং, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী প্রমুখ
আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। এদিন প্রয়াত রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে টুইট করে শ্রদ্ধা জানান।
প্রবাদপ্রতীম এই নেতাকে স্মরণ করতে এদিন দিল্লির বীর ভূমিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী প্রমুখ। সেইসঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন দেশে র প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, ভুপিন্দর সিং হুডা এবং আহমেদ প্যাটেল। প্রসঙ্গত রাজীব-পুত্র রাহুল গত সপ্তাহে বিভিন্ন সময়ে তাঁর বাবার একাধিক প্রাপ্তির বার্তা তুলে ধরেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- ৭৫ তম জন্মদিবসে রাজীব, জানুন তাঁর সম্বন্ধে অজানা কিছু তথ্য
১৯৪৪ সালের ২০ অগাস্ট তত্কালীন বম্বে প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী। ফিরোজ গান্ধী এবং ইন্দিরা গান্ধীর প্রথম সন্তান ছিলেন তিনি। ১৯৮৪ সালে মাত্র ৪০ বছর বয়সে ইন্দিরা গান্ধীর হত্যার পর সর্বসম্মতভাবে দেশের প্রধানমন্ত্রী দায়ভার গ্রহণ করেছিলেন রাজীব গান্ধী। স্বাধীন দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করেছিলেন রাজীব গান্ধী। ১৯৯১ সালে একটি নির্বাচনী জনসভায় জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণ হামলায় নিহত হন তিনি।