প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে সংবিধান রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী


প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাতেও উঠে এলো দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তাপের আঁচ। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে টুইট করে দেশের সংবিধানকে রক্ষার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে ৭১তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 

সাম্প্রতিক সময়ে নাগরিকত্ব আইনের নতুন সংশোধনী নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। বিরোধীদের অভিযোগ, সংবিধান প্রদত্ত অধিকারের বিরুদ্ধে গিয়ে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার পথে বের করছে কেন্দ্রীয় সরকার। নয়া আইনকে সংবিধান বিরোধী বলে অভিযোগ করেছেন বিরোধীরা। 

Scroll to load tweet…

এ দিন প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে সেই সংবিধানকে রক্ষার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, 'সবাই মিলে সংবিধানকে রক্ষার শপথ নিতে হবে। সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌমত্ব, সমাজবাজ, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের আদর্শকে তুলে ধরতে হবে।'

Scroll to load tweet…

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য নিজের টুইটে বিশেষ কোনও বার্তা দেননি। নরেন্দ্র মোদী লেখেন, 'সমস্ত দেশবাসীকে গণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।' দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও।