সংক্ষিপ্ত

  • বিদায়ী সাংসদের জন্য চোখে জল মোদীর 
  • মঙ্গলাবর অধিবেশনের শুরুতেই ভেঙে পড়লেন মোদী 
  • নবিজিকে বিদায় জানাতে আবেগপ্লুত প্রধানমন্ত্রী 
  • আশা রাখলেন পরবর্তীতেও মিলবে সাহায্য 

রাজ্যসভা থেকে বিদায় নিচ্ছেন গুলাম নবি আজাদ, মঙ্গলবার সকল বিদায়ী সদস্যদের জন্য অধিবেশনের শুরুতেই মুখ খোলেন প্রধানমন্ত্রী। বিদায়ী সাংসদদের চলে যাওয়া নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে চোখ ভরে এলো মোদীর। চোখের জল মুখে জানালেন, এঁনাদের পাশে থাকাটা প্রয়োজন। বারে বারে গলা আসছিল তাঁর বুঁজে। চোখের জল বাধ মানল না মোদীর। সকলের প্রতি কৃতজ্ঞতা শিকার করে গুলাম নবি আজাদের প্রতি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন- পুলিশের জালে দীপ সিঁধু, দিল্লিতে ট্রাক্টর মিছিলে হওয়া হিংসায় বড় সাফল্যের দাবি পুলিশের

নবিজিকে প্রকৃত বন্ধুর দরজা দিলেন মোদী। জানালেন, সাংসদের পাশে থাকাটা একান্ত জরুরী ছিল। মঙ্গলবার একাধিক সাংসদের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। এদিন সকালে সকলের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন প্রথম উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এরপরই কথা বলেন নরেন্দ্রমোদী। কৃতজ্ঞতা শিকার করতে গিয়েই ভেঙে পড়লেন তিনি। জানালেন, নবিজির জায়গায় যিনি আসবেন, তাঁর চ্যালেঞ্জের কথা। এমন মানুষ কেবল দলের আদর্শ প্রতিনিধি এমনটা নন, বরং দেশের এক পরিচিতি। 

এখানেই শেষ নয়, পাশাপাশি মোদী আশা প্রকাশ করলেন পরবর্তীতেও এভাবেই যেন নবিজিকে পাশে পাওয়া যায়। বক্তব্যের শেষে উঠে আসে মোদীর এক অন্য রূপ, নম্র কণ্ঠে বলেন, সাংসদরা পরিবারের মত। কেউ চলে যাওয়া মানে তা দুঃখের। সংসদ থেকে বিদায় নিলেও নবিজির সাহায্য পাওয়ার আশাই রাখলেন মোদী।