Narendra Modi Live Today: সোমবার দেশের জাতির প্রতি ভাষণ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (pm narendra modi) 

Narendra Modi Live Today: দেশের জাতির প্রতি ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (pm address to nation)। ভারতের পরাক্রমী সেনা, সশস্ত্র বাহিনী, ইন্টলিজেন্স এজেন্সি এবং বিজ্ঞানীদের স্যালুট জানালেন তিনি (pm modi address to the nation)।

কী বললেন প্রধানমন্ত্রী" 

“যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তখনই তার ফল মেলে। আর তাই যখন পাকিস্তানের মধ্যে থাকা সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিতে ভারত হামলা চালাল, তখন সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ‘অপারেশন সিঁদুর' আমরা দেশের সকল মা এবং মহিলাদের উৎসর্গ করছি। পহেলগাঁওয়ে পর্যটকদের নিজের স্ত্রী এবং বাচ্চাদের সামনে ধর্ম জিজ্ঞাসা করে নৃশংসভাবে খুন করা হয়েছে । আমার কাছে এটা ক্রূরতা। এই ঘটনার পর, সকলেই একসুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা বুঝে গেছে যে, মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম ঠিক কী হতে পারে।"

Scroll to load tweet…

এদিন নরেন্দ্র মোদী কার্যত, পাকিস্তানের বাহওয়ালপুর এবং মুরিদ শহরকে সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করেছেন। 

তিনি আরও যোগ করেছেন (modi news), “পৃথিবীতে যত বড় বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে সব একই সুতোয় বাধা রয়েছে। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’-কেই ভেঙে দেওয়া হয়েছে। তাই পাকিস্তান হতাশ! ওরা নিরাশায় রয়েছে। আর ঠিক এই অবস্থায় ওরা আরও একটা ভুল করে ফেলেছে। সেটা হল, ভারতকে সঙ্গ দেওয়ার বদলে, উল্টে ভারতের উপরেই হামলা করল তারা! যে পাকিস্তান আমাদের দেশের মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা সেই দেশের সন্ত্রাসবাদী বিশ্ববিদ্যালয়গুলিকে উপড়ে ফেলেছি। ঠিক সেই ভাষাতেই প্রতিশোধ নেওয়া হয়েছে, যে ভাষা তারা বোঝে।"

Scroll to load tweet…

অপরদিকে, ভারতীয় সশস্ত্র বাহিনীর তুলনায় যে পাকিস্তানি সেনা কিছুই নয়, তা সোমবার রীতিমতো বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।পাশাপাশি মোদী এটিও পরিষ্কার করে দেন যে, সন্ত্রাসবাদকে উৎসাহিত করে চলা পাকিস্তানের প্রতিটি জমির ইঞ্চিতে ইঞ্ছিতে হিসেব দেশের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যেই রয়েছে।

মোদীর কথায় (modi speech), “আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর এবং মন্দিরকে নিশানা করল পাকিস্তান। কিন্তু এখানেও ওরা ব্যর্থ হল। গোটা দুনিয়া দেখল, কীভাবে পাকিস্তানের ড্রোন এবং মিশাইল ভারতের হাতে ধ্বংস হল। কার্যত, আকাশেই সেগুলিকে নষ্ট করে দেওয়া হল। মাত্র তিনদিনে পাকিস্তানকে যা করা হয়েছে, তা ওরা আসলে ভাবতেই পারেনি। এখন তাই ওরা বাঁচার জন্য রাস্তা খুঁজছে। অত্যন্ত খারাপ ভাবে মার খাওয়ার পর, গত ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-দের দ্বারস্থ হয়। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি পুরো গুঁড়িয়ে দিয়েছি।"

প্রধানমন্ত্রী পরিষ্কার জানান (pm modi live today), “আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। আকাশ থেকে জল এবং মাটি, সর্বত্র আমরা প্রস্তুত রয়েছি। ‘নিউ নর্মাল’ তৈরি করেছে দেশের সেনা। ভবিষ্যতে প্রয়োজন আবারও জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। প্রত্যেক যুদ্ধে আমরা পাকিস্তানকে পরাস্ত করেছি, অপারেশন সিঁদুরেও সেই একইভাবে শ্রেষ্ঠ হয়েছি আমরা। আর কোনওভাবেই সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করা হবে না। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, তাহলে ওদের সন্ত্রাসের পরিকাঠামোকে পুরোপুরিভাবে নির্মূল করতে হবে।"

তিনি বলেন, ভারতের হামলায় পাকিস্তান এতটাই বিপর্যস্ত ছিল যে, শান্তি চুক্তির জন্য ভিক্ষা চেয়েছে পাকিস্তান। সেই দেশের ডিজিএমওকে ভারতের ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি! সন্ত্রাসবাদী (terrorists) এবং তাদের সমর্থকরা যে ভাষা বোঝে, ভারত সেই উত্তরই তাদেরকে ফিরিয়ে দেবে।

নরেন্দ্র মোদীর সাফ কথা, “এবার পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আজ বুদ্ধপূর্ণিমা, আর শান্তির পথও যুদ্ধ দিয়েই হয়।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।