সংক্ষিপ্ত
- আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী
- কাশ্মীর নিয়ে কেন এই সিদ্ধান্ত, তা ব্যাখ্যা করতে পারেন আজ
- গত ২১ মার্চের পর ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী
কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে সংবিধানে প্রদত্ত বিশেষ মর্যাদা আর পাববে না জম্মু ও কাশ্মীর। পাশাপাশি রদ করা হয়েছে সংবিধানের ৩৫এ ধারাও।
পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে আর রাজ্যের মর্যাদা না দিয়ে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেক্ষেত্রে জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকলেও লাদাখে কোনও বিধানসভা থাকবে না। প্রসঙ্গত জম্মু ও কাশ্মীর ও লাদাখকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার প্রস্তাব সংসদের দুটি কক্ষেই পাশ হয়ে গিয়েছে।
আর ঠিক কেন এবং কোন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিল তার ব্যাখ্যা দিতেই সম্ভবত আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে মন কি বাত-এর অনুষ্ঠান ছাড়া প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষন দিয়েছিলেন গত ২৭ মার্চ। ভারতের উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপনাস্ত্র এ-স্য়াট-এর প্রদর্শন নিয়েই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি।