'সূর্য অর্ঘ্য' করার পরে দ্বিতীয় দিনের ধ্যানে বসলেন নরেন্দ্র মোদী, দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী এদিন দিনের শুরুতেই সর্বশক্তিমান সূর্যদেবকে প্রনাম করেন। এরপর স্বামী বিবেকানন্দর মূর্তিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জপমালা হাতে ধ্যান করেন।

/ Updated: Jun 01 2024, 06:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিবেকানন্দ রকে সূর্যোদয়ের সময় 'সূর্য অর্ঘ্য' করার পরে প্রধানমন্ত্রী মোদি তামিলনাড়ুতে তার দ্বিতীয় দিনের ধ্যান শুরু করলেন, যেখানে স্বামী বিবেকানন্দ একবার জ্ঞান অর্জনের আগে ধ্যান করেছিলেন।প্রধানমন্ত্রী এদিন সূর্য পুজো করেন। যা আধ্যাত্মিক অনুশীলনের একটি অঙ্গ। তিনি দিনের শুরুতেই সর্বশক্তিমান সূর্যদেবকে প্রনাম করেন। এদিন সূর্য পুজোর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জপমালা হাতে ধ্যান করেন। তাঁর পরনে ছিল গৈরিক বসন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দর মূর্তিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

Read more Articles on