Chhattisgarh encounter: ছত্তীশগড়ে মাওবাদীদের নির্মূল করার জন্য সর্বাত্মক অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। একের পর এক মাওবাদী নেতাকে নিকেশ করা হচ্ছে। বুধবার তেমনই এক বড় অভিযানে শীর্ষ মাওবাদী নেতাকে খতম করা হল।
Naxal leader Basavraj killed in encounter: ছত্তীশগড়ে (Chhattisgarh) মাওবাদীদের (Naxal) বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। বুধবার শীর্ষ মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসবরাজকে (Nambala Keshav Rao alias Basavraj) খতম করা সম্ভব হল। শেষ খবর পাওয়া পর্যন্ত, সংঘর্ষে মোট ৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আছেন বাসবরাজ। তিনি মাওবাদীদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। ফলে এই শীর্ষ মাওবাদী নেতাকে খতম করতে পারা নিরাপত্তারক্ষীদের পক্ষে বড় সাফল্য। সাতের দশক থেকে নকশালদের সঙ্গে যুক্ত ছিলেন বাসবরাজ। সারা দেশে নিরাপত্তাবাহিনী দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল। শেষপর্যন্ত এই মাওবাদী নেতাকে খতম করার কৃতিত্ব অর্জন করল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (District Reserve Guard)। বাসবরাজ-সহ ৩০ জনকে খতম করার মাধ্যমেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযান থামছে না। ছত্তীশগড়ের নারায়ণপুর জেলায় (Narayanpur district) অবুঝমাড় (Abujhmad) অঞ্চলে জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের এই অভিযান এখনও চলছে। এই জঙ্গলে আরও মাওবাদী লুকিয়ে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডকে সাহায্য করছে স্থানীয় পুলিশ।
মাওবাদীদের বিরুদ্ধে বড় অভিযান
বুধবার সকাল থেকে অবুঝমাড় জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। নারায়ণপুর, বিজাপুর (Bijapur) ও দান্তেওয়াড়া (Dantewada) জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানরা একসঙ্গে অভিযান শুরু করেন। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে মাওবাদীদের ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরা। এরপরেই শুরু হয়ে যায় সংঘর্ষ। বাসবরাজের পাশাপাশি আরও কয়েকজন অন্যতম শীর্ষস্থানীয় মাওবাদী নেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য
সম্প্রতি ছত্তীশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান বড় সাফল্য পেয়েছেন নিরাপত্তারক্ষীরা। দু'সপ্তাহ আগেই বিজাপুরে সংঘর্ষে ১৫ জন মাওবাদীকে খতম কর হয়। বুধবার আরও বড় সাফল্য এল। একের পর এক অভিযানে মাওবাদীদের রীতিমতো কোণঠাসা করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


