- Home
- India News
- New Banking Rules: বদল হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ম, ১৫ মে-র মধ্যে এই কাজ না করলে দিতে হবে জরিমানা
New Banking Rules: বদল হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ম, ১৫ মে-র মধ্যে এই কাজ না করলে দিতে হবে জরিমানা
New Banking Rules ১৫ মে থেকে ব্যাঙ্কিং সেক্টরে বড় পরিবর্তন আসছে। প্যান-আধার লিঙ্ক, KYC আপডেট, ন্যূনতম ব্যালেন্স সহ নানা পরিবর্তন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না করলে জরিমানা।

ব্যাঙ্কিং সেক্টরে বিরাট পরিবর্তন আসতে চলছে ১৫ মে থেকে। বাধ্যতামূলক করা হল কয়টি জিনিস।
সদ্য জারি হওয়া নতুন নিয়ম না মানলে দিতে হবে জরিমানা। কিংবা ব্যাঙ্ক বন্ধ করে দিতে পারে পরিষেবা।
তাই দেরি না করে ১৫ মে-র মধ্যে এই কয়টি কাজ করে নিন। তা না হলে পড়তে পারেন বিপদে।
সবার আগে আপনার প্যান ও আধার লিঙ্ক করে নিন। প্যান আধার লিঙ্কিং ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বিধিনিষেধের সম্মুখীন হবে।
ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্স নিয়ে জারি হয়েছে নিয়ম। ব্যাঙ্ক নূন্যতম ব্যালেন্স সংশোধন করা হয়েছে। বিশেষ করে সেভিংস অ্যাকাউন্টে।
দেরি না করে KYC আপডেট করে নিন। গ্রাহকদের ঠিকানা, ফোন নম্বর ও আয়ের প্রমাণ আপডেট করে নিন।
যে সকল অ্যাকাউন্ট ২৪ মাসের বেশি সময় ধরে নিষ্ক্রিয়। সেগুলো চিহ্নিত করে ব্যাঙ্ক নতুন করে তা সক্রিয় করবে। তাই আপনি যদি ২ বছর ধরে আপনার অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তাহলে আজই ব্যাঙ্কে যোগাযোগ করুন।
তাই নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে চাইনে আপনার আধার ও প্যান সংযুক্ত আছে কি না দেখে নিন। সঙ্গে KYC আপডেট করুন।
এই বিষয় নিশ্চিত করতে পারেন ঘরে বসেও। অনলাইনে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন। সেখান থেকে এই সকল আপডেট করে নিন।
এই সকল কাজ করতে হবে ১৫ মে-র মধ্যে। না হলে কাটা হবে টাকা। সদ্য জারি হয়েছে এমন নিয়ম।
শীঘ্রই বদল হচ্ছে নিয়ম। তাই দ্রুত আধার ও প্যান লিঙ্ক করে নিন। কিংবা জমা দিন KYC।
১৫ মে-র মধ্যে এই কাজ না করলে দিতে হবে মোটা টাকা জরিমানা। দ্রুত মেনে চলুন এই নিয়ম।

