New Cheque Bounce Rules: চেক বাউন্সের নিয়মকানুনে এল নয়া পরিবর্তন, নির্দেশ আদালতের
New Cheque Bounce Rules: চেক বাউন্স নিয়ে নতুন নিয়ম জারি করেছে সুপ্রিম কোর্ট ও আরবিআই। ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে এবং অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দিতে হবে। একাধিকবার বাউন্স হলে ব্যাঙ্ক কঠোর ব্যবস্থা নিতে পারে।

ডিজিটাল লেনদেনের যুগে চেকের গুরুত্ব কিন্তু একই আছে। ব্যবসা হোক বা ব্যক্তিগত লেনদেন, অনেকেই চেকের ওপর ভরসা করেন।
তবে, চেক নিয়ে সবচেয়ে বড় যে সমস্যা হয়, তা হল চেক বাউন্স করা। সদ্য এই নিয়ে জারি হল নতুন নিয়ম।
আপনি যদি কাউকে চেক দেন এবং তার চেকটি ব্যাঙ্কে জমা দেওয়ার পর অপর্যাপ্ত ব্যালেন্স না থাকে কিংবা সই না মেলে তাহলে তা বাউন্স হয়ে যেতে পারে।
এবার এই চেক বাউন্সের নিয়মকানুনে এল নয়া পরিবর্তন। চেক বাউন্স সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এবং মানুষের হয়রানি কমাতে সুপ্রিম কোর্ট এবং আরবিআই কিছু নয়া নির্দেশিকা জারি করেছে।
নতুন নিয়ম অনুসারে, চেক বাউন্স মামলাগুলো এবার থেকে ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারীকে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দিতে হবে। আদালত চাইলে মামলার শুরুতেই চেকের অঙ্কের ২০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারে।
কোনও ব্যক্তির চেক একাধিকবার বাউন্স হলে ব্যাঙ্ক চাউলে কঠোর ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে অ্যাকাউন্ট সময়িকভাবে বন্ধ করে দিতে পারে।
এরই সঙ্গে এমন মামলা দ্রুত করতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে। এখন থেকে অনলাইনে ফাইলিং করা যাবে।
তাই চেক বাউন্স হলে ব্যাঙ্ক আপনাকে একটি চেক রিটার্ন মেমো দেবে। সেটি পাওয়ার ৩০ দিনের মধ্যে আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠান।
নোটিস পাওয়ার পর চেক প্রদানকারীকে টারা পরিশোধ করার জন্য ১৫ দিন সময় দিন। এই ১৫ দিনের মধ্যে টাকা না পেলে পরবর্তী ৩০ দিনের মধ্যে মামলা করুন।

