সংক্ষিপ্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮ জনের। এরমধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের নয়া স্ট্রেন।  

কয়েকদিন আগেই ওমিক্রনের নতুন প্রকার BA.2 সম্পর্কে সাবধান করেছিলেন বিশেষজ্ঞরা। এবার এই নয়া স্ট্রেন নিয়েই বিশ্বব্যাপী ক্রমেই বেড়ে চলেছে উদ্বেগ। এদিকে এই নয়া স্ট্রেনের আবর তিনটি সাবক্লোন রয়েছে BA 1, BA.2 এবং BA.3। এর মধ্যে BA.1 এবং BA.3-র স্পাইক প্রোটিনেই সবথেকে বেশি স্পাইক প্রোটিনে বদল দেখা গিয়েছে।যদিও এটি BA.2 এর ক্ষেত্রে নয়। Omicron এর এই রূপটি আবার মূল করোনার  চেয়ে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এমনকী এর কোনও নির্দিষ্ট লক্ষণ বা উসসর্গও নেই। তাই তা নিয়ে নতুন করে বাড়ছে উদ্বেগ।কিন্তু সংক্রমণের হার বেশি মানেই যে, সেটি বেশি ভয়াবহ,এটা বলছেন না কেউ। যদিও এই নিয়ে এখনও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে বলে মত সকলেরই। 


সূত্রের খবর, আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এই স্ট্রেন নিয়ে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন। গবেষণায় দেখা গিয়েছে, ওমিক্রনের ফলে তৈরি হওয়া রোগ প্রতিরোধ শক্তি মোটেই ভবিষ্যতে করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকর নয়। তার তুলনায় টিকার ক্ষমতা অনেক বেশি।  তাতেই দেখা যাচ্ছে নতুন আশার আলো। তবে নতুন ওমিক্রন সংক্রমণের মধ্যে দিয়েই যে মহামারী পর্বের শেষ হবে এটাও আবার বলছেন না কেউ। এদিকে মূল ওমিক্রনের আতঙ্ক এখনও পুরোপুরি যায়নি। তার মধ্যেই এই নয়া স্ট্রেনের আতঙ্কে বিশ্ব তথা গোটা ভারতেই বাড়ছে উদ্বেগ। 
আরও পড়ুন- বাংলায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যাতেই বাড়ছে ভয়, নতুন করে জোর টিকাকরণে
ইতিমধ্যেই কিছু বিজ্ঞানী বলছেন এটি আরও সংক্রামক হতে পারে। কিছু জায়গায় BA.2 এর দ্রুত বিস্তার উদ্বেগজনক ভাবে বাড়বে। র আগে, ওমিক্রন সাবফ্যামিলি BA.1-এর ঘটনাও ভারতে রিপোর্ট করা হয়েছে। ভারতীয় বিজ্ঞানীরাও এ বিষয়ে সতর্ক করেছেন।  এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮ জনের। গতকালের তুলনায় একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬.৮ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃতের সংখ্যা ৫০০।  এদিকে গত কয়েকদিন ধরেই কেরলের কোভিড গ্রাফ রয়েছে উর্ধ্বমুখী। তাতেই নতুন করে বেড়েছে চিন্তা। 
আরও পড়ুন- হার মানবে সিনেমার গল্পও, জেনে নিন কীভাবে মার্কিন সেনা অভিযানে মারা গেল আইসিস প্রধান