Employees Enrollment Campaign 2025: আজ, ১ নভেম্বর থেকে দেশজুড়ে ‘এমপ্লয়িস এনরোলমেন্ট ক্যাম্পেন’ চালু করছে শ্রমমন্ত্রকের আওতাধীন সংস্থা ইপিএফও। ইতিমধ্যেই এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে কর্মচারী ভবিষ্যনিধি

Employees Enrollment Campaign 2025: আজ থেকে চালু হওয়া নতুন প্রকল্পটির লক্ষ্য হলো প্রভিডেন্ট ফান্ডের (PF) আওতার বাইরে থাকা কর্মীদের মধ্যে ইপিএফও (EPFO) অন্তর্ভুক্ত করা। এটি ‘পিএম বিকশিত ভারত রোজগার যোজনা (PM-VBRY)’ প্রকল্পের একটি অংশ, যা ১লা আগস্ট, ২০২৫-এ চালু হয়েছিল এবং এর লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি করা। এই প্রকল্পের মাধ্যমে নতুন কর্মীদের (বিশেষ করে যারা প্রথমবার আনুষ্ঠানিক কর্মসংস্থানে প্রবেশ করছেন) প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার পরও কেন নতুন করে ‘এমপ্লয়িজ এমপ্লয়মেন্ট’ প্রকল্প চালু করছে কেন্দ্র? এক পিএফ কর্তার কথায়, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার মূল লক্ষ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি। অর্থাৎ যেসব সংস্থা নতুন করে কর্মীদের কাজে নেবে, তাদের জন্য উৎসাহমূলক আর্থিক সুবিধা দেওয়া হবে। আর্থিক সুবিধা পাবেন কর্মীরাও। কিন্তু যাঁরা ইতিমধ্যেই বিভিন্ন সংস্থায় কাজ করছেন এবং ন্যায্য পিএফ থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের যাতে সেই সুবিধা দেওয়া যায়, তার জন্য এই নয়া প্রকল্প। বহু সংস্থা আছে, যারা মোটা টাকা পেনাল্টির ভয়ে ইচ্ছা থাকলেও কর্মীদের পিএফের সুযোগ দিতে চায় না। সেই সঙ্কট কাটাতেই এই উদ্যোগ।

** প্রকল্পের মূল লক্ষ্য

* পিএফের বাইরে থাকা কর্মীদের অন্তর্ভুক্তি: যারা এখন পর্যন্ত কোনো প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য আনুষ্ঠানিক সুবিধার অধীনে নেই, তাদের এই নতুন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।

* কর্মসংস্থান বৃদ্ধি: উৎপাদন খাত সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এর একটি প্রধান উদ্দেশ্য।

* প্রযোজকদের উৎসাহিত করা: নতুন কর্মী নিয়োগের জন্য নিয়োগকর্তাদের উৎসাহিত করা হবে।

**প্রকল্পের সুবিধা

* শর্তসাপেক্ষে প্রণোদনা: প্রকল্প অনুযায়ী, ১ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক উপার্জনকারী কর্মীরা এক মাসের পিএফ বেতনের সমান একটি প্রণোদনা পাবেন, যার সর্বোচ্চ সীমা ১৫,০০০ টাকা।

* প্রাথমিক কর্মসংস্থান: যারা প্রথমবারের মতো আনুষ্ঠানিক কর্মসংস্থানে প্রবেশ করছেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা।

এই প্রকল্পটি কর্মসংস্থান বৃদ্ধি এবং কর্মীদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য চালু করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।