সংক্ষিপ্ত

  • আপাতত সব জল্পনার অবসান
  • ১২ অগস্ট পর্যন্ত চলবে না লোকাল-মেইল
  • রেলের সিদ্ধান্ত মেনে বন্ধ ট্রেন পরিষেবা
  •  তবে চালু থাকছে নির্দিষ্ট কিছু ট্রেন পরিষেবা  

আপাতত সব জল্পনার অবসান। আগামী ১২ অগস্ট পর্যন্ত দেশে লোকাল বা মেইল ট্রেন চলবে না। ভারতীয় রেলের  সিদ্ধান্ত অনুযায়ী বন্ধই থাকছে ট্রেন পরিষেবা। তবে শ্রমিক স্পেশাল ট্রেনগুলি চালু থাকবে বলে জানিয়েছে রেলমন্ত্রক। সঙ্গে প্রয়োজনে কিছু বিশেষ ট্রেনও চালানো হতে পারে। 

দেশে লকডাউনে শিথীলতা আনার পর একটা জল্পনা শুরু হয়ে যায়। রাজ্য়ে রাজ্য়ে বাস পরিষেবা শুরু হওযার পর লোকাল ট্রেন চালানো নিয়েও শুরু হয়ে যায় জল্পনা। যদিও ভারতীয় রেল জানিয়ে দিল, আপাতত লোকাল বা দূরপাল্লার ট্রেন চালানোর পক্ষপাতী  নয় তারা। এখনও করোনা পরিস্থিতিতে সেই পরিবেশের সৃষ্টি হয়নি। সাময়িক ভাবে ইমারজেন্সি পরিষেবার কারণে কিছু ট্রেন চালানো হলেও সেগুলি কেবলই বিশেষ ট্রেন। 

 বৃহস্পতিবার ভারতীয় রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপাতত করোনা উদ্বেগের কথা ভেবে লোকাল, প্যাসেঞ্জার ও মেট্রো রেল পরিষেবা বন্ধই রাখা হচ্ছে৷ সম্প্রতি রাজ্য়ে মেট্রো রেল চালু হওয়ার বিষয়ে খবর রটে যায়।  বলা হয়,সামাজিক দূরত্ব বজায়  রেখেই মেট্রো রেল পরিষেবা দিতে পারবে। তাই শীঘ্রই শুরু হতে পারে মেট্রো পরিষেবা। বলা হয়েছে, মেট্রোর কামড়ায় এক একটি সিট ছেড়ে সেক্ষেত্রে বসতে হবে যাত্রীদের। 

টিকিটের লাইনেও সামজিক দূরত্ব বজায় রাখতে একটা কাউন্টার ছেডে় পরের কাউন্টারে দাঁড়াতে হবে যাত্রীদের। এমনকী একটি নির্দিষ্ট সময়ে টোকেনগুলিকেও  স্যানিটাইজ করা হবে। কিন্তু দেখা গেল আপাতত সেই পথে হাঁটছে না রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো পরিষেবা আপাতত অথৈ দূরে।