Tax free State: যতই বাজেটে হোক, দেশে এই রাজ্যের মানুষদের দিতে হয় না একটা টাকাও কর!
করের বোঝা থেকে মুক্তি পেতে চান? জেনেনিন, ভারতে এমন একটি রাজ্য আছে যেখানে বাসিন্দাদের কোনও কর দিতে হয় না। এই রহস্যময় রাজ্যের নাম এবং এর পেছনের ঐতিহাসিক কারণ জানতে পড়ুন।
- FB
- TW
- Linkdin
)
দেশে যখনই বাজেট পেশ হয় তখনই করের বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে ব্যবসায়ী থেকে চাকুরিজীবীরা।
তাই সব সময়েই কেন্দ্রীয় বাজেট ঘিরে জনগনেকর উৎসাহের শেষ নেই। কারণ এই বাজেটের উপর নির্ভর করে আমজনতার জীবনযাত্রা।
বিশেষ করে এই দুর্মূল্যের বাজারে যদি কর বা ট্যাক্সের পরিমান বাড়তে থাকে, তবে মোটমুটি আধপেটা খেয়েই দিন কাটাবেন দেশের বেশিরভাগ মানুষ।
দেশের প্রতিটি রাজ্যের চিত্র কমবেশি একই রকম।
কিন্তু জানলে অবাক হবেন দেশে এমনও এক রাজ্য আছে, সেই রাজ্যে বসবাসকারী বাসিন্দাদের এক টাকাও কর দিতে হয় না।
পুরোটাই কর মুকুব হয়ে যায় তাদের। যাকে এককথায় বলা হয় ট্যাক্স ফ্রি স্টেট। জানেন কি কোনও রাজ্যে এই সুখ আছে?
এই সুখের রাজ্যের নাম হল সিকিম। এটাই দেশের একমাত্র রাজ্য যাক ট্যাক্স ফ্রি স্টেট বলা হয়। এর পিছনে রয়েছে এক ঐতিহাসিক কারণ।
১৯৭৫ সালের আগে পর্যন্ত সিকিম দেশের সঙ্গে যুক্ত ছিলনা।
এর পরেই যখন দেশের সঙ্গে যুক্ত হয় তখন থেকেই এই কর ছাড়ের শর্তেই যুক্ত হয়।
সেই থেকে এখনও এই রাজ্য করমুক্ত।
শুধু সিকিম নয় দেশের নর্থইস্টের রাজ্যগুলি যেমন- অসম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যন্ড -এই রাজ্যগুলিও করমুক্ত।