সংক্ষিপ্ত
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়েছেন নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। তবে এই নজির অনন্য নয়।
শুধু জওহরলাল নেহরু ও নরেন্দ্র মোদীই নন, তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আরও একজন। তিনিও বিজেপি-রই সাংসদ ছিলেন। ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী হন প্রয়াত অটলবিহারী বাজপেয়ী। তিনিই প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার সরকার গড়েন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু ১৯৪৭, ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ সালে সরকার গড়েন। তার আগে ১৯৪৬ সালে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল, তখনও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নেহরু। ফলে তিনি সবমিলিয়ে পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বাজপেয়ী ১৯৯৬ ও ১৯৯৮ সালে পুরো মেয়াদ ক্ষমতায় থাকতে পারেননি। প্রথমবার ১৩ দিনের মাথায় সরকার পড়ে যায়। দ্বিতীয় দফায় ১৩ মাস সরকার চালাতে সক্ষম হন বাজপেয়ী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর অবশ্য পুরো ৫ বছর ক্ষমতায় থাকতে সক্ষম হন তিনি।
ইন্দিরা গান্ধীর রেকর্ড স্পর্শ করবেন মোদী?
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন মোদী। সেবারের লোকসভা নির্বাচনে ২৮২ আসন পায় বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র আসন সংখ্যা বেড়ে হয় ৩০৩। এবারের লোকসভা নির্বাচনে অবশ্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০ আসন পেয়ে একক বৃহত্তম দল হয়ে উঠতে পারলেও, সরকার গঠন করার জন্য শরিক দলগুলির সাহায্য নিতে হচ্ছে। মোদী যদি এবারও পূর্ণ মেয়াদের জন্য ক্ষমতায় থাকেন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ফের জয় পান, তাহলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নজির স্পর্শ করবেন। ১৯৬৬, ১৯৬৭, ১৯৭১ ও ১৯৮০ সালে প্রধানমন্ত্রী হন ইন্দিরা। ২০২৯ সালে ফের প্রধানমন্ত্রী হলে স্বাধীন ভারতে চতুর্থবার প্রধানমন্ত্রী হয়ে নেহরু ও ইন্দিরার নজির স্পর্শ করবেন মোদী।
মোট আসন জয়ের ক্ষেত্রে কংগ্রেসের রেকর্ড অটুট
১৯৫২ সালে ভারতে প্রথমবার লোকসভা নির্বাচন হয়। ১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত সারা দেশের সব রাজ্যেই লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হয়। সব রাজ্যেই জয় পায় কংগ্রেস। এখন আর কোনও দলের পক্ষেই এই নজির গড়া সম্ভব নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Narendra Modi: ১৮ জুন মোদীর বারাণসী সফর, দেখুন ৪ঘণ্টা ৫০ মিনিটের ঠাসা কর্মসূচি