- Home
- India News
- এবার বিবাহ যোগ্য মেয়েরা পাবেন নগদ অর্থ ও সোনা! সরকারের এই নয়া প্রকল্পে কে বা কারা পাবে সুবিধা, জানুন বিস্তারিত
এবার বিবাহ যোগ্য মেয়েরা পাবেন নগদ অর্থ ও সোনা! সরকারের এই নয়া প্রকল্পে কে বা কারা পাবে সুবিধা, জানুন বিস্তারিত
সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহায়তা এবং সোনা প্রদানের নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় নয়া কে বা কারা পাবে সুবিধা জানুন বিস্তারিত

সরকার মহিলাদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত এবং কল্যাণমূলক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে।
গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তা থেকে শুরু করে মাসিক ভাতা-সহ আরও অনেক কিছু।
এছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্ব-কর্মসংস্থানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন দিয়ে সাহায্য করেছে সরকার।
এত কিছুর পরেও এবার এক নয়া প্রকল্প নিয়ে এসেছে সরকার, যাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহায়তা এবং সোনা দান করা হবে।
শুনে অবাক লাগছে! কিন্তু এই প্রকল্প একেবারেই গল্প নয় ১০০ শতাংশ সত্যি! সরকারের বিবাহ সহায়তা প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে।
এই প্রকল্পে দরিদ্র মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা করবে সরকার- দেওয়া হবে ২৫,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা।
মাদার তেরেসা মেমোরিয়াল এতিম মহিলা বিবাহ আর্থিক সহায়তা প্রকল্পে ২৫,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা (সাধারণ) এবং ৫০,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা (স্নাতক/ডিপ্লোমাধারী) প্রদান করা হবে়।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
প্রয়োজনীয় কাগজপত্র: বিয়ের আমন্ত্রণপত্র, আধার কার্ড, পারিবারিক কার্ড, আয়ের সার্টিফিকেট, বিধবা/অনাথ/জাতির সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাগত সার্টিফিকেট, ব্যাঙ্কের বিবরণ, বিবাহ রেজিস্টার সার্টিফিকেট (বিয়ের পর), ছবি। ই-সেবা কেন্দ্রের মাধ্যমে অথবা পৌর/পঞ্চায়েত অফিসে অনলাইনে আবেদন করুন।
এই প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এই প্রকল্প শুধুমাত্র তামিলনাড়ু সরকারের বিবাহ সহায়তা প্রকল্প। তাই সেই রাজ্যের মহিলারাই এই সুবিধা পাবেন।
ডঃ ধর্মাম্বল আম্মাইয়ার মেমোরিয়াল বিধবা পুনর্বিবাহ আর্থিক সহায়তা প্রকল্পে ২৫,০০০ টাকা এবং ৪ গ্রাম সোনা (স্নাতক/ডিপ্লোমাধারী) এবং ৫০,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা (স্নাতক/ডিপ্লোমাধারী) প্রদান করা হয়।
ডঃ মুথুলক্ষ্মী রেড্ডি আন্তঃজাতি বিবাহ আর্থিক সহায়তা প্রকল্প আন্তঃজাতি বিবাহকে উৎসাহিত করে এবং ৫০,০০০ টাকা এবং ৮ গ্রাম সোনা প্রদান করে।
যেই মেয়েদের বয়স ১৮ বছর বা বেশি তারাই এই সুবিধা পাবেন, বিধবা পুনর্বিবাহের জন্য ২০-৪০।
নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে আয়ের সীমা প্রযোজ্য। প্রতি পরিবারে শুধুমাত্র একজন মহিলা উপকৃত হতে পারেন।
যেই কনের মা বিধবা তারাই এই সুবিধা পাবেন, এছাড়া মাদার তেরেসা স্কিমে কনেকে অনাথ হতে হবে। ড. ধর্মাম্বল স্কিম: বিধবা বিবাহ হচ্ছে এমন কণেরা পাবেন।

