সংক্ষিপ্ত

২০২৫ সাল থেকে NTA শুধুমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে, নিয়োগ পরীক্ষা নয়। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সরকার কম্পিউটার অভিযোজিত পরীক্ষা ও প্রযুক্তি-চালিত প্রবেশিকা পরীক্ষার দিকে নজর দিচ্ছে।

NTA ২০২৫ সাল থেকে শুধুমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে, নিয়োগ পরীক্ষা নয়। জানানো হল এমনটাই। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন এমনটা। তিনি আরও বলেন যে, সরকার অদূর ভবিষ্যতে কম্পিউটার অভিযোজিত পরীক্ষা, প্রযুক্তি চালিত প্রবেশিকা পরীক্ষা নেওয়ার দিকে নজর দিচ্ছে।

তিনি বলেন, কাগজ-কলম মোড বা অনলাইনে NEET UG পরিচালনা করা হবে কি না তা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেন্ট (চুয়েট) ইউজি বছরে একবার অনুষ্ঠিত হতে থাকবে।

আরও জানান, ২০২৫ সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এমটিএ) পুনর্গঠন করা হবে। ১০টি নতুন পদ তৈরি করা হচ্ছে। প্রধান পরীক্ষার সংস্কারগুলো ভাগ করে নেওয়া হচ্ছে।

এদিকে কদিন আগে ধর্মেন্দ্র প্রধান ভারতীয় শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ এবং জাতীয় শিক্ষা নীতি নিয়ে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ভারতে বিশ্বের মানসম্পন্ন শিক্ষা নিয়ে আসা। ভারতের কৃতিত্ব যেন বৈশ্বিক স্তরে পৌঁছায়। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভারতে আসবে এবং বিশ্ববিদ্যালয়গুলো চলে যাবে। তিনি জানান, আফ্রিকান দেশগুলোর জন্য আইআইটি মহারাষ্ট্র ক্যাম্পাস খোলা হয়েছে, আবুধাবিতে আইআইটি দিল্লি ক্যাম্পাস থোলা হয়েছে। বিশ্বের উন্নত দেশহুলোতে কথা হয়। আমেরিকাতেও খোলার কথা আছে। আইআইএমও খুলছে।

এদিকে সদ্য প্রকাশ্যে এল NTA-র প্রসঙ্গ। NTA শুধুমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে। নিয়োগ পরীক্ষার দায়িত্বে তারা থাকবে না বলে জানান শিক্ষামন্ত্রী। তেমনই ভবিষ্যতে কম্পিউটার দ্বারা, প্রযুক্তি চালিত প্রবেশিকা পরীক্ষা নেওয়ার দিকে দেশ এগিয়ে চলেছে, এমনই ইঙ্গিত দেন তিনি।