সংক্ষিপ্ত
জম্বু-কাশ্মীরের সেনা ক্যাম্প থেকে পালিয়ে কলকাতায় এসে চিটফান্ডের ব্যবসা শুরু সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সেনা জওয়ান।
অল্প পরিশ্রমে বেশি উপার্জন করতে গেছিলেন। সেইমতো কষেছিলেন ছক।
জম্বু-কাশ্মীরের সেনা ক্যাম্প থেকে পালিয়ে কলকাতায় এসে চিটফান্ডের ব্যবসা শুরু সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সেনা জওয়ান। আর সেইমতো চম্পট দিয়েছিলেন। কিন্তু বাকিদের দলে টানতে গিয়েই বিপদে পড়লেন। বিমানবন্দর থেকে আটক করা হল ৪ জওয়ানকে।
জানা গেছে, ধৃতদের নাম প্রবীন রাজ, অজয় ঠাকুর, বি রাজেশ এবং সহিবুল শেখ। চারজনই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেনা জীবনে বিরক্ত হয়ে উঠেছিলেন অজয় এবং সহিবুল। চেয়েছিলেন হাড়ভাঙা পরিশ্রমের বাইরে বেরিয়ে এসে অন্য কিছু করতে। তাদের মূল লক্ষ্য ছিল, অল্প সময়ে বেশি টাকা উপার্জন করা।
সেইমতো ছক কষতেও শুরু করে দেন তারা। একটা পর্যায়ে এসে ঠিক করেন যে, চিটফান্ড খুলবেন। সেই মোতাবেক গত এপ্রিল মাসে সেনা ক্যাম্প থেকে হটাৎ করেই উধাও হয়ে যান দুজন। স্বাভাবিকভাবেই তাদের খোঁজখবর শুরু হয়ে যায়।
কিন্তু এদিকে পালিয়ে এসেও অন্যান্য জওয়ানদের সঙ্গে যোগাযোগ রাখতেন অজয় এবং সহিবুল। জানা গেছে, রাজেশকে অজয়রা বোঝান যে চিটফান্ডের ব্যবসায় বিপুল লাভ। আর সেইরকম পরিশ্রমও করতে হবে না। এই প্ল্যান মনে ধরেছিল রাজেশের। তখনই তিনি চলে আসার সিদ্ধান্ত নেন। এরপর পরিকল্পনামাফিক ক্যাম্প থেকে পালিয়েও আসেন তিনি।
কিন্তু তারপর এই তিনজন যোগাযোগ করেন প্রবীনের সঙ্গে। কিন্তু কোনওভাবে কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যান। তখন তারা প্রবীনের উপর নজরদারি শুরু করেন। সোমবার সকালে দমদম বিমানবন্দরে নামেন তিনি। এরপর অজয়দের সঙ্গে দেখা করেন। সেনা গোয়েন্দাদের তরফ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই এরপর ঐ চারজনকে আটক করে পুলিশ। তারপর তাদের তুলে দেওয়া হয় সেনার হাতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।