ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে মহিলাদের ওপর নির্যাতন বেড়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র শীর্ষে থাকলেও, পশ্চিমবঙ্গে ১৮ বছরের নীচে ধর্ষণের ঘটনা শূন্য।
গত কয়েক বছরের তুলনা বেড়েছে মহিলাদের ওপর নির্যাতন। বেড়েছে ধর্ষণের ঘটনা। পশ্চিমবঙ্গও এর ব্যাতিক্রম নয়। সদ্য সামনে এল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান। তাতে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনার নিরিখে প্রথম সারিতে স্থান পেয়েছে চার রাজ্য।
ভারতে মোট ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল ধরলে ২০২৩ সালে মহিলাদের বিরুদ্ধে মোট ৪, ৪৮, ২১১ টি মামলা দেশজুড়ে নথিভুক্ত হয়েছে। যা ২০২২ সালের তুলনায় ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, দেশের ২৮টি রাজ্যের মধ্যে রাজস্থানে সব থেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। ৫১৯৪ জন মহিলা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এরপর উত্তরপ্রদেশ। যোগী সরকারের শাসনে ধর্ষণের ঘটনা ৩৫১৬টি। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ধর্ষিতার সংখ্যা ২৯৭৯ এবং ২৯৩২ জন। পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে ১১১০টি।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট থেকে জানা গিয়েছে ১৮ বছরের নীচে কিশোরীদের ওপর যৌন নির্যাতনের পরিসংখ্যান। ২০২৩ সালে পশ্চিমবঙ্গে ১৮ বছরের নীচে ধর্ষিতা হয়নি কেউ। কিশোরীদের ওপর ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় শীর্ষে আছে হিমাচল প্রদেশ ও ঝাড়খণ্ড। হিমাচলে ২০৬টি এবং ঝাড়খণ্ডে ১৫০ ধর্ষণের মামলা রজু হয়েছে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট থেকে জানা গিয়েছে ২৮টি রাজ্যের মধ্যে ধর্ষণ ও গণধর্ষণ করে খুনের মতো যে ঘটনা তাতে তিনটি রাজ্য এগিয়ে। এই তালিকায় আছে উত্তপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। তিন রাজ্যে যথাক্রমে ধর্ষণ অথবা গণধর্ষণ করে খুনের ঘটনা চোখে পড়ার মতো। উত্তপ্রদেশে ৩৩, মধ্যপ্রদেশ ২৯ ও মহারাষ্ট্র ৩১ জনকে ধর্ষণ অথবা গণধর্ষণ কর করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৭ জনকে ধর্ষণ অথবা গণধর্ষণ করে খুন করা হয়েছে।
সদ্য প্রকাশ্যে এল এই রিপোর্ট। যা প্রমাণ দিল গোটা দেশে বাড়ছে মেয়েদের ওপর নির্যাতনের ঘটনা। ধর্ষণের শীর্ষে ৪ রাজ্য রয়েছে। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র রয়েছে তালিকার শীর্ষে।


