- Home
- India News
- School Holiday: ফের ছুটি সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে, ২০ জুন বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলো
School Holiday: ফের ছুটি সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে, ২০ জুন বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলো
School Holiday: গরমের ছুটি বৃদ্ধির দাবীর পর, বর্ষা শুরুতে আবারও ছুটি ঘোষণা ওড়িশার স্কুলে। ২০ জুন বন্ধ থাকবে স্কুল, রাজ্য পর্যায়ের বিজেপি সরকারের এক বছর পূর্তি অনুষ্ঠানের জন্য।

এতদিন ধরে গরমের ছুটি বৃদ্ধি নিয়ে নানান বিতর্ক শোনা গিয়েছিল সর্বত্র। বাংলায় ২ জুন খুলেছে স্কুলগুলো।
তারপর দীর্ঘদিন ধরে শিক্ষক থেকে অভিভাবক সকলে গরমের ছুটি বৃদ্ধি দাবি জানান।
শেষে গত সপ্তাহে ৩ দিনের জন্য বন্ধ হয়েছিল স্কুল। তারপরই বর্ষা ঢুকেছে রাজ্যে।
বর্ষা ঢোকায় কমেছে গরম। ফলে আর ছুটি বৃদ্ধির সম্ভাবনা নেই বলেই মনে করছেন সকলে।
এবার ফের ছুটি শুরু হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে। আগামী ২০ জুন বন্ধ থাকবে স্কুলগুলো।
স্কুল ও গণশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব দুর্গা প্রসাদ মহাপাত্র এই নির্দেশিকা জারি করেছে। রাজ্য পর্যায়ে অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
২০ জুন বন্ধ থাকবে ওড়িশার স্কুলগুলো। সেখানে ২০ জুন শুক্রবার পালিত হবে বিজেপি সরকারের এক বছর পূর্তি অনুষ্ঠান।
ভুবনেশ্বরে আয়োজিত একটি রাজ্য পর্যায়ের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্রমোদী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওড়িশা সরকার শুক্রবার (২০.০৬.২০২৫) স্কুল ও পাবলিক শিক্ষা বিভাগের আওতাধীন ভুবনেশ্বর ও কটক পৌর কর্পোরেশন এলাকায় সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুলের জন্য ছুটি ঘোষণা করেছে।’
অর্থাৎ ২০ জুন সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে।

