৮৭-তে পা দিলেন মনমোহন সিংপ্রাক্তনকে শুভেচ্ছ নরেন্দ্র মোদীরআমেরিকা থেকে করলেন ট্যুইটশুভেচ্ছা জানালেন রাজনাথ সিং 

৮৭-তে পা দিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর প্রাক্তনের জন্মদিনে সুদূর আমেরিকা থেকে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে মনমোহনের দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনের প্রার্থনা করেছেন নমো। 

Scroll to load tweet…

বর্তমানে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ মনমোহন সিং। মোদী ক্ষমতায় আসার আগে পরপর দুবার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনমোহন। কংগ্রেসের শীর্ষ নেতা হওয়ার পাশাপাশি তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদও। নরসিংহ রাওয়ের জমানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দেশকে গভীর আর্থিক সংকট থেকে উদ্ধার করে আনতে তাঁর একগুচ্ছ পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। মনমোহনকে এদিন মোদীর পাশাপাশি শুভেচ্ছাবার্তা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। 

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পঞ্জাবের গাহ গ্রামে জন্ম হয় মনমোহন সিং-এর। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কেমব্রিজ এবং অক্সফোর্ডেও যান তিনি। ২০০৪-এ সনিয়া গান্ধীর অনুরোধে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেন মনমোহন।