Viral Video : আবারও সিরিয়ালের সেটে চিতাবাঘের প্রবেশ, চিতাবাঘ ধরতে তৈরি ক্যামেরা ট্র্যাপ
টেলিভিশন শো-এর শুটিং চলাকালীন ফের ঢুকে পড়ল চিতাবাঘ, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন চারপাশের জনতা । চিতাবাঘ ধরতে তৈরি করা হয় ক্যামেরা ট্র্যাপ ।
শুটিং সেটের সীমানার মধ্যে চিতাবাঘের হানা । একটি কুকুরকে মেরে ফেলার ঘটনার পর আসে বন বিভাগ । পূর্ব গোরেগাঁও ফিল্ম সিটিতে একটি হিন্দি টেলিভিশন সিরিজের সেটে ক্যামেরা ফাঁদ তৈরি করা হয়েছে। একটি সূত্রের মতে, রবিবার রাত ৮টার দিকে একটি কুকুরকে আক্রমণ করার পর একজন প্রহরী চিতাবাঘটিকে প্রথম দেখতে পান।