Operation Sindoor: ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সেনার গোলাবর্ষণ ঠিক কীভাবে মোকাবিলা করল ভারতীয় সেনাবাহিনী?  

Operation Sindoor: সংবাদ সংস্থা এনআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মেজর জানান, গুলি প্রথমে পাকিস্তানের তরফেই চালানো হয় (operation sindoor)। তবে আসল ধামাকা দেখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসেবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতীয় সেনা ইতিমধ্যেই একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়ে দিয়েছিল যে, এই অভিযান ছিল ‘শক্তিশালী, নির্ভুল এবং কার্যকর’ (india pakistan news)।

তাঁর কথায়, " আসলে ‘অপারেশন সিঁদুর’ ছিল পুরোপুরি সুপরিকল্পিত। আমাদের উদ্দেশ্য ছিল খুবই স্পষ্ট। সন্ত্রাসবাদী পরিকাঠামো এবং অনুপ্রবেশ সহায়ক পোস্টগুলিকে ধ্বংস করে দেওয়াই ছিল প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যেই আমরা অবিচল ছিলাম। সবাই মানসিকভাবে এবং কৌশলগতভাবেও প্রস্তুত ছিলাম।’’

Scroll to load tweet…

কী কী ব্যবস্থা নিয়েছিল ভারতীয় সেনা?

সেই মেজর বলেছেন, ‘‘আমাদের কাছে উন্নতমানের দেশীয় রাডার সিস্টেম তো ছিলই। সেইসঙ্গে, সেনাবাহিনীর মনোবলই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই লড়াইয়ের ক্ষেত্রে।’’

‘অপারেশন সিঁদুর’-এর প্রধান লক্ষ্যই ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া (operation sindoor india)। আর সেই লক্ষ্যই বাস্তবায়িত করা হয়েছে বলে জানান তিনি। সেইসঙ্গে, এও নিশ্চিত করেন, ৭ মে মধ্যরাতে অভিযান ‘সিঁদুর’-এ ভারতের পক্ষ থেকে কোনও হতাহতের ঘটনা ঘটেনি (india pakistan conflict latest news)। তিনি পরিষ্কার বলেন, ‘‘পাকিস্তানের দিক থেকে প্রচুর গোলাবর্ষণ চালানো হয়েছিল। তবে আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমাদের দিক থেকে কেউ হতাহত হয়নি।"

Scroll to load tweet…

ভারতীয় সেনার আরও এক কর্তার কথায়, ‘‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের পোস্টগুলিতে হামলা চালানোর চেষ্টা করে। তবে তখন আমাদের প্রতিক্রয়াও ছিল অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর। আর সেই পাল্টা প্রত্যাঘাতেই তছনছ হয়ে যায় শত্রুদের একাধিক ঘাঁটি।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।