বাড়ছে GST-র পরিমাণ, কাউন্সিল বৈঠকে বিশেষ প্রস্তাব, জেনে নিন সস্তা হবে কোন পণ্য৫৫তম জিএসটি কাউন্সিল বৈঠকে তামাকজাত পণ্য ও পনীরের উপর জিএসটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্যাকেটজাত পানীয় জল, সাইকেল, নোটবুক, জুতা ও হাতঘড়ির উপর জিএসটি কমতে পারে। এই পরিবর্তনগুলি মধ্যবিত্তের জীবনে কী প্রভাব ফেলবে তা এখনও দেখার বিষয়।