Pahalgam Attack: গোপন সূত্রে খবর পেয়েই অভিয়ানে নামল নিরাপত্তাবাহিনী, জানা যাচ্ছে, জোরদার চলছে সেই তল্লাশি অভিযান।
Pahalgam Attack: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে হামলাকারী সেই চারজন সন্ত্রাসবাদী তথা পাক মদতপুষ্ট জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে জম্মু-কাশ্মীরের কাঠুয়া অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, কাঠুয়ার এক মহিলা দাবি করেছেন, তিনি সেই চারজনকে নিজের চোখে নাকি দেখেছেন। আর তারপরেই শুক্রবার, তল্লাশি অভিযানে নাম নিরাপত্তা বাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঠুয়ার পাশাপাশি পুলওয়ামা এবং বারামুলাতেও তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। কাউকে রেয়াত করা হবে না। পরিষ্কার অ্যাকশন মুডে নিরাপত্তাবাহিনী। বারামুলায় নিষিদ্ধ সংগঠন ‘জম্মু-কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট’-এর দেশবিরোধী কার্যকলাপের খবর আগেই পাওয়া গেছে। তার উপর ভিত্তি করেই সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর।
গোয়েন্দা সূত্রে ইতিমধ্যেই ঐ চারজন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। তাদের নাম হল আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। পহেলগাঁও হামলায় দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। উল্লেখ্য, গত ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের অস্থির এক রাজনৈতিক পরিস্থিতির আবহে জন্ম হয় এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর।
পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ হিসেবে উঠে আসে টিআরএফ। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওই তিন জঙ্গিই টিআরএফ-এর সদস্য ছিল। তবে হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি হলেন লশকরের অন্যতম প্রধান। এছাড়াও, এই জঙ্গিগোষ্ঠীর অন্যতম আরেক মাথা তথা ভরতের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা হাফিজ় সইদের ঘনিষ্ঠ বলেও যথেষ্ট পরিচিতি রয়েছে এই সইফুল্লার।
সবমিলিয়ে, অপারেশন জারি আছে। আপাতত কাঠুয়াতে তল্লাশি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ।কারণ, পুলিশ সূত্রে খবর, কাঠুয়ার এক মহিলা দাবি করেছেন, তিনি নাকি সেই চারজন জঙ্গিকে নিজের চোখে দেখেছেন। আর তারপরেই অভিযানে নামে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


