Pahalgam Terror Attack: দেহসের মধ্যে থেকেই জঙ্গিদের সাহায্য চলছিল এতদিন। হাতেনাতে ধরল নিরাপত্তাবাহিনী।
Pahalgam Terror Attack: জঙ্গিদের সাহায্য করার অভিযোগে এবার জম্মু-কাশ্মীরের কুলগাম থেকে গ্রেফতার করা হল দুই কাশ্মীরি তরুণকে। সেই ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুই ধৃতর নাম হল যথাক্রমে বিলাল আহমেদ ভাট এবং মহম্মদ ইসমাইল ভাট। তারা দুজনই কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে কুলগাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই ধৃতর কাছ থেকে দুটি পিস্তল, ২৫ রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগাজ়িনও পাওয়া গেছে।
পহেলগাঁওয়ে বৈসনর উপত্যকায় গত মঙ্গলবার, জঙ্গিদের জঘন্য হত্যাকাণ্ডের জেরে ২৬ জন নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সেই সহনাগরিকদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। আর একজন ছিলেন স্থানীয় কাশ্মীরের বাসিন্দা। ওই ঘটনার পর থেকেই গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে দেশের নিরাপত্তাবাহিনী।

একাধিক গুরুত্বপূর্ণ চেক পয়েন্টগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আর সেই অভিযান চালাকালীনই কুলগামের কাইমো শহরের ঠোকেরপোরা এলাকায় একটি চেকপয়েন্টে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। সেনা, সিআরপিএফ এবং কুলগাম পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ওই দুই কাশ্মীরি তরুণকে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা জঙ্গিদের গোপনে সাহায্য করতেন বলে অভিযোগ।
ঠিক কী জানা যাচ্ছে?
যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের নাম যথাক্রমে বিলাল আহমেদ ভাট এবং মহম্মদ ইসমাইল ভাট। তারা দুজনই কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা। এদিকে কুলগাম জেলা পুলিশ জানিয়েছে, ওই ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, ২৫ রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগাজ়িনও পাওয়া গেছে।
এদিকে পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে শনিবার, উত্তর কাশ্মীরের সেদোরি নালা মুস্তাকাবাদ মছিলের জঙ্গলেও একটি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর আসছে, ওই অভিযানেও জঙ্গলের ভিতর থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেই তালিকায় আবার রয়েছে পাঁচটি একে-৪৭ রাইফেল, আটটি একে-৪৭ ম্যাগাজ়িন, একটি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজ়িন, একে-৪৭-এর ৬৬০টি কার্তুজ এবং এম৪ বন্দুকের ৫০টি কার্তুজ।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, বর্তমানে জম্মু-কাশ্মীর এলাকায় প্রায় ১৪ জন স্থানীয় জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। এই ১৪ জন এখনও সক্রিয় বলে দাবি করছে গোয়েন্দা রিপোর্ট। এদিকে এই জঙ্গিদের বয়স মূলত ২০-৪০ বছরের মধ্যেই। সংবাদ সংস্থা এএনআই আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করার ক্ষেত্রে এই স্থানীয় জঙ্গিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে গুরুতর অভিযোগ উঠছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


