- Home
- India News
- 'দিতোয়া' ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, পড়শীকে সাহায্যে আইএনএস বিক্রান্ত পাঠাল ভারত
'দিতোয়া' ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, পড়শীকে সাহায্যে আইএনএস বিক্রান্ত পাঠাল ভারত
Cyclone Ditwah Update In Sri Lanka: ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড পড়শী দেশ শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত ঝড়জলের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জন। কী অবস্থা এখন পড়শী দেশের? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… ঘূর

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কা
ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কা। একটানা বৃষ্টিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৬। নিখোঁজ অন্তত ২১ জন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী লেখেন-''সাইক্লোন দিতোয়ার কারণে প্রিয়জনকে হারানো শ্রীলঙ্কার নাগরিকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ক্ষতিগ্রস্ত সব পরিবারের নিরাপত্তা, সান্ত্বনা ও দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।''
শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়ালো ভারত
শ্রীলঙ্কার প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, ‘অপারেশন সাগর’ এর মাধ্যমে জরুরি ত্রাণসামগ্রী ও গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা (HADR) পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী ভারত অতিরিক্ত সাহায্য পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত। প্রধানমন্ত্রীবলেছেন, এই সহায়তা ভারতের ‘পড়শি প্রথম’ নীতি ও ‘ভিশন মহাসাগর’-এর প্রতিফলন, যা সংকটের মুহূর্তে শ্রীলঙ্কার পাশে দৃঢ়ভাবে থাকার প্রতি নয়া দিল্লির অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট করে।
সোশ্যাল মিডিয়ায় কী বার্তা প্রধানমন্ত্রীর?
My heartfelt condolences to the people of Sri Lanka who have lost their loved ones due to Cyclone Ditwah. I pray for the safety, comfort and swift recovery of all affected families.
In solidarity with our closest maritime neighbour, India has urgently dispatched relief…— Narendra Modi (@narendramodi) November 28, 2025
সাহায্যের হাত বাড়াল আইএনএস বিক্রান্ত
শ্রীলঙ্কার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। জানা গিয়েছে, পড়শী দেশে ত্রাণ সামগ্রী পাঠাতে ইতিমধ্যে ভারতীয় নৌ বাহিনীর তরফে সেদেশে পাঠানো হয়েছে আইএনএস বিক্রান্তকে। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শ্রীলঙ্কায় ‘দিতোয়া’-র ফলে ত্রিনকোমালি উপকূলে সৃষ্ট সংকটের মধ্যে শ্রীলঙ্কা ভারতের কাছে আইএনএস ব্যবহারের অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দ্রুত সহায়তা পৌঁছে দিতে আইএনএস বিক্রান্তকে প্রস্তুত রাখা হয়েছে।
জলের তলায় দ্বীপরাষ্ট্র
ইতিমধ্যেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘দিতোয়া’। মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ২৫ জন নিখোঁজ। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর শ্রীলঙ্কায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সমস্ত নদীর জলস্তর বেড়েছে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলিতে শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক স্কুলগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্দেশ দিয়েছে, কলম্বোয় বিমান অবতরণ করতে না পারলে তা তিরুবনন্তপুরম বা কোচিতে ঘুরিয়ে দেওয়া হবে। জাতীয় উদ্যান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক রাস্তা ভেঙে গিয়েছে। এদিন সকাল ৬টা থেকে সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

