সংক্ষিপ্ত
টানা দীর্ঘদিন অপরিবর্তীত পেট্রল ডিজেলের দাম। কলকাতা-সহ বাকি মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম স্থিতিশীল। বড়দিনের আগে জ্বালানির দামের এই স্থিতাবস্থা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকেও।
বড়দিনের আগ দিয়েও রাজ্যে অপরিবর্তীত জ্বালানীর দাম। বৃহস্পতিবারও কলকাতায় পেট্রল-ডিজেলের দামে কোনও হেরফের নেই। শুধু কলকাতা নয় পরিসংখ্যান অনুযায়ী সারা চারটি মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। এই নিয়ে একটানা দীর্ঘদিন কোনও পরিবর্তন আসেনি। বছরশেষে পেট্রল-ডিজেলের দামের এই স্থিতিশীলতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। কলকাতায় আজ পেট্রলের দাম দাঁড়াল লিটার প্রতি ১০৬.০৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা। দেশের অন্যান্য বড় শহরেও দামে বিশেষ হেরফের হয়েনি বলেই জানা যাচ্ছে। আজ দেশের কোথায় কতয় বিকোচ্ছে জ্বালানি? দেখে নেওয়া যাক।
টানা দীর্ঘদিন অপরিবর্তীত পেট্রল ডিজেলের দাম। কলকাতা-সহ বাকি মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম স্থিতিশীল। বড়দিনের আগে জ্বালানির দামের এই স্থিতাবস্থা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকেও। কলকাতায় আজ পেট্রলের দাম দাঁড়াল লিটার প্রতি ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা। দিল্লিতে পেট্রলের দাম ৯৬.৭২ টাকা ও ডিজেলের দাম ৮৯.৬২ টাকা। মুম্বইয়ে পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০২.৬৩ টাকায় এবং ডিজেলের লিটার প্রতি ৯৪. ২৪ টাকা।
দেশের বেশ কিছু শহরে আজ ১০০ টাকার নীচে পেট্রলের দাম। এই তালিকায় নাম থাকছে দিল্লি, এলাহাবাদ, জম্মু, নাগপুর, নয়ডা, গুজরাত ও হিমাচল প্রদেশের। দিল্লিতে এই মুহূর্তে পেট্রল বিক্কোচ্ছে লিটার প্রতি ৯৬.৭২ টাকায়। এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা। জম্মুতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৫০ টাকা। নাগপুরে লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা, নয়ডায় দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৬.৭৯ টাকায়। গুজরাত ও হিমাচলে পেট্রলের দাম যথাক্রমে লিটার প্রতি দাম ৯৬.২৭ টাকা ও ৯৫.৯৩ টাকা। এছাড়া ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।
আরও পড়ুন -
এই খাতে বিনিয়োগ করলেই প্রায় ১৫ হাজার টাকা করে পেনশন পাবেন প্রত্যেক মাসে, কীভাবে বিনিয়োগ করবেন
বিয়ের মরশুমে পকেটে টান, ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের দর
সুখবর, মাত্র ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস, বড় ঘোষণা এই রাজ্য সরকারের, আপনিও কি পাবেন?