সংক্ষিপ্ত
- একদিনেই লিটার প্রতি ২৪-২৫ পয়সা বাড়ল জ্বালানী তেলের দাম
- সৌদি আরবের তেল সংস্থায় ড্রোন হামলার পর তাদের উৎপাদন অনেকটা কমেছে
- যার প্রভাবে গোটা বিশ্বেই তেলের দাম বেড়েছে
- সেপ্টেম্বরের আগে তাদের তেল উৎপাদন স্বাভাবিক হবে না বলে জানিয়েছে সৌদি আরব
একদিনের মধ্যেই লিটার প্রতি ২৪ থেকে ২৫ পয়সা বাড়ল জ্বালানী তেলের দাম। সৌদি আরবের খনিজ তেল সংস্থা আরামকো-তে ড্রোন হামলার পর থেকে গোটা বিশ্বেই তেলের দাম বেড়েছে। তারই প্রভাব পড়ল ভারতেও। এদিনেই পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হল ৭২.৪২ টাকা আর ডিজেলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে হল ৬৫.৮২ টাকা।
গত ৫ জুলাই প্রায় বাজেটে জ্বালানি তেলের দাম লিটার প্রতি প্রায় ২.৫০ টাকা করে বাড়িয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপর থেকে একদিনে এতটা দাম বাড়তে দেখা যায়নি। মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল যথাক্রমে ১৪ ও ১৫ পয়সা করে।
গত শনিবার সৌদি কতেল সংস্থা আরামকো-তে ড্রোন হামলা হয়। যার ফলে সৌদি আরবের তেলের উৎপাদন প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এর ফলে সোমবারের মধ্যেই আন্তর্জাতিক বাজারে প্রায় ২০ শতাংশ বাড়ে তেলের দাম। পরের দুদিনে অবশ্য অনেকটাই কমেছে এই মূল্যবৃদ্ধির পরিমাণ। তবে পুরোপুরি আগের উৎপাদনে ফিরতে এখনও সময় লাগবে। সৌদি আরামকো-র সিইও আমিন নাসের জানিয়েছেন তাঁদের আশা সেপ্টেম্বর মাসের শেষ থেকেই তাদের উৎপাদন স্বাভাবিক হয়ে যাবে।