সংক্ষিপ্ত

  • মধ্যবিত্তের কপালে ভাঁজ
  • ফের বাড়ল জ্বালানির দাম
  • তবে পেট্রলের দাম বাড়লেও ডিজেলের দাম অপরিবর্তিত
  • ১৪ পয়সা বাড়ল পেট্রলের দাম

তৃতীয় দিনেও বাড়ল পেট্রলের দাম। শনিবার পেট্রলের দাম বাড়লেও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে বলেই জানা যাচ্ছে। কলকাতা, দিল্লি, মুম্বই, লিটার প্রতি ১৪ পয়সা করে বেড়েছে পেট্রলের দাম। চেন্নাইয়ে বেড়েছে ১৫ পয়সা।  

জানা গিয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে এই দাম হয়েছে যথাক্রমে, লিটার প্রতি ৭৬.৪৭ টাকা, ৭৩.৭৭ টাকা, ৭৯.৪৪ টাকা এবং ৭৬.৬৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম এই মুহূর্তে যথাক্রমে, লিটার প্রতি ৬৮.২০ টাকা, ৬৫.৭৯ টাকা, ৬৯.০১ টাকা, এবং ৬৯.৫৪ টাকা। 

মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলে নয় নয় করে এই নিয়ে পর পর তিনদিন বাড়ল জ্বালানির দাম। 


একনজরে কোথায় কত দেখে নিন...