Reliance Industries: ভারতে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে আলোচনা নতুন কিছু নয়। এবার রাশিয়ার (Russia) সংস্থা পিজেএসসি রসনেফটের (PJSC Rosneft) সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতে পেট্রোলিয়ামের দাম কমানোর উদ্যোগ নিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
Reliance Industries-PJSC Rosneft Oil Company: পেট্রোলিয়ামের (Petroleum) ক্ষেত্রে এবার ভারত-রাশিয়া চুক্তি হতে চলেছে। রাশিয়ার অন্যতম বৃহৎ তেল সংস্থা পিজেএসসি রসনেফট সংস্থার (PJSC Rosneft Oil Company) সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। নায়ারা এনার্জি (Nayara Energy) সংস্থার ৪৯.১৩ শেয়ার কিনতে চাইছে রিলায়েন্স। এই সংস্থা প্রতি বছর ২০ মিলিয়ন টন তেল পরিশোধিত করে। ভারতে ৬,৭৫০টি পেট্রোল পাম্পে নায়ারা এনার্জি সংস্থা থেকে তেল আসে। নায়ারা এনার্জির যে শেয়ার রাশিয়ার সংস্থার হাতে আছে, তা এবার কিনে নিতে চাইছে রিলায়েন্স। এই দুই সংস্থার মধ্যে এখনও চূড়ান্ত কোনও আলোচনা হয়নি। তবে আলোচনার প্রক্রিয়া চলছে। এই আলোচনা ফলপ্রসূ হলে ভারত ও রাশিয়া, দুই দেশেরই লাভ হতে পারে।
মার্কিন চোখরাঙানি অগ্রাহ্য করে রাশিয়ার তেল কিনবে ভারত?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সংস্থাগুলির উপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়ার সংস্থাগুলি থেকে পেট্রোলিয়াম কেনার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ভারতের উপরেও চাপ তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। এই পরিস্থিতিতে ভারত রাশিয়ার সংস্থার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। তবে রাশিয়ার সংস্থাগুলি বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছে। ভারতে কাজ চালিয়ে গেলেও, লভ্যাংশ নিজেদের দেশে নিয়ে যেতে পারছে না পিজেএসসি রসনেফট। এই কারণে নায়ারা এনার্জিতে নিজেদের শেয়ার বিক্রি করে দিতে চাইছে রাশিয়ার সংস্থা। এই পরিস্থিতিরই সুযোগ নিতে চাইছে রিলায়েন্স।
ভারতে তেলের দাম কমবে?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যদি সত্যিই নায়ারা এনার্জির শেয়ার কিনে নিতে পারে, তাহলে ভারতে তেলের দাম কমে যেতে পারে বলে আশা তৈরি হয়েছে। তবে এই চুক্তি সংক্রান্ত আলোচনার বিষয়ে রিলায়েন্স বা রাশিয়ার সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। সেই ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


