'দয়া করে মণিপুরে আসুন', মোদীকে আবেদন মার্শাল আর্টস ফাইটার চাংরেং কোরেনের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মণিপুরের মিক্সড মার্শাল আর্টস ফাইটার চাংরেং কোরেনের একটি ভিডিও। এই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আবেদন রেখেছেন কোরেন। তিনি প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার আর্জি জানিয়েছেন।

/ Updated: Mar 11 2024, 06:00 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মণিপুরের মিক্সড মার্শাল আর্টস ফাইটার চাংরেং কোরেনের একটি ভিডিও। এই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আবেদন রেখেছেন কোরেন। তিনি প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার আর্জি জানিয়েছেন। হিংসার জেরে মমিপুরের মানুষ কী অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, সেটা প্রধানমন্ত্রীকে দেখার আবেদন জানিয়েছেন এই ক্রীড়াবিদ।
 

Read more Articles on