সংক্ষিপ্ত
ICRISAT-এর সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধন করতে যাওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী হঠাৎ মাঠের ফসল দেখতে চলে যান। প্রটোকলের তোয়াক্কা না করেই গাড়ি থামিয়ে মাঠে চলে যান প্রধানমন্ত্রী মোদী।
শনিবার হায়দরাবাদ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে ICRISAT-এর সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধন করতে যাওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী হঠাৎ মাঠের ফসল দেখতে চলে যান। প্রটোকলের তোয়াক্কা না করেই গাড়ি থামিয়ে মাঠে চলে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে খামারে ছোলা দেখে তা ভেঙে খেতে শুরু করে দেন। তারপর সেখানেই কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এরপর হায়দরাবাদে একাধিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। যার মধ্যে স্ট্যাচু অফ ইকুয়ালিটির (Statue of Equality) উদ্বোধন এবং ICRISAT এর প্রোগ্রামে অংশগ্রহণই ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
শনিবার বেলা সাড়ে তিনটের দিকে হায়দরাবাদে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিশান রেড্ডি এবং তেলেঙ্গানার মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব তাঁকে সেখানে স্বাগত জানান। বিমানবন্দরে স্বাগত জানানোর পর ইক্রিস্যাট ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। তিনি পাটানচেরুতে ICRISAT-এর ৫০তম বার্ষিকীর উদযাপনের মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আরও পড়ুন- Statue Of Equality : 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি'-র উদ্বোধনে মোদী, দেশবাসীর জন্য দিলেন নতুন ঐক্যের বার্তা
এছাড়াও সেখানে ICRISAT ক্যাম্পাসে প্রদর্শনীও পরিদর্শন করেন মোদী। পাশাপাশি ICRISAT-এর ক্লাইমেট চেঞ্জ রিসার্চ সেন্টার অন প্ল্যান্ট প্রোটেকশন এবং ICRISAT-এর সেন্টার ফর র্যাপিড জেনারেশন অ্যাডভান্সমেন্ট উদ্বোধন করেন মোদী। একইসঙ্গে ICRISAT-এর বিশেষভাবে ডিজাইন করা লোগো উন্মোচন করতে দেখা যায় মোদী। এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন।
ICRISAT-এর সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগদানের পর, ১১ শতকের ভক্তি সাধক শ্রী রামানুজাচার্যের (11th century devotional devotee Shri Ramanujacharya) স্মরণে ২১৬ ফুট উচ্চতার 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি' (Statue of Equality) উন্মোচন করতে শামশাবাদে পৌঁছান। বিকেল ৫টার দিকে মূল অনুষ্ঠানে যোগ দেন। এখানে তিনি যজ্ঞশালায় প্রার্থনাও করেন। তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদীকে বলতে শোনা যায়, "আজ একদিকে সর্দার সাহেবের স্ট্যাচু অফ ইউনিটি দেশে ঐক্যের শপথের পুনরাবৃত্তি ঘটাচ্ছে, অন্যদিকে রামানুজাচার্যের স্ট্যাচু অফ ইকুয়ালিটি সমতার বার্তা দিচ্ছে। এটি একটি জাতি হিসাবে ভারতের বিশেষত্ব। জাতিগত শ্রেষ্ঠত্ব এবং মানবতা-আধ্যাত্মিকতার ধারণার লড়াইয়ে ভারত বিজয়ী হয়েছে"। এদিকে এই মূর্তিটি 'পাঁচলোহা' দিয়ে তৈরিয যা পাঁচটি ধাতু সোনা, রৌপ্য, তামা, পিতল এবং দস্তার সংমিশ্রণে তৈরি। এই মূর্তি নিয়েই বর্তমানে জোর চর্চা চলছে গোটা দেশজুড়ে।