সংক্ষিপ্ত

মোদীর এই ছবিগুলির পোস্ট করে বিজেপির ক্যাপশন- "কাশীর ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'চাই পে আলোচনা' কাশীর বাসিন্দাদের সাথে,"

চায়ে পে চর্চা, বিশাল রোড শো। সারাদিন সংবাদমাধ্যমের শিরোনামে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীর অলিগলি ঘুরে, সাধারণ মানুষের পাশে বসে বার্তা দিলেন আমি তোমাদেরই লোক। মোদীর এই ছবিগুলির পোস্ট করে বিজেপির ক্যাপশন- "কাশীর ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'চাই পে আলোচনা' কাশীর বাসিন্দাদের সাথে," শুধু ছবিই নয়, এদিন প্রধানমন্ত্রীর চা খাওয়ার একটি ভিডিওও শেয়ার করেছে বিজেপি। 

‘কুলহার’ গরম চায়ে চুমুক দেন প্রধানমন্ত্রী। তিনি দোকানের বাইরে জড়ো হয়ে থাকা লোকদেরও হাত নেড়ে অভিবাদন জানান। চায়ে চুমুক দেওয়ার সময় চায়ের স্টলে উপস্থিতদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর কাছে দোয়া চেয়েছেন চা স্টল মালিক।

২০১৪ সালে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রচারের সময় প্রধানমন্ত্রী মোদি 'চাই পে চর্চা' চালু করেছিলেন। এই উদ্যোগটি বিজেপির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে দেখা যায়। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রোডশো মালদহিয়ার গোলচত্ত্বর থেকে শুরু হয়। রোডশো শেষ হবে কাশী বিশ্বনাথ মন্দির এলাকায়। নামাজ শেষ হয়ে যাওযার পরে তিনি খাজুরিয়া নামের একটি গ্রামে জনসভাবে ভাষণ দেন। রাতে থাকবেন শহরের ডিজেল কোলোমোটিভ ওয়ার্ক এক গেস্ট হাউসে। রোডশোয়ে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেনের মুর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বারাণসী লোকসভা আসনের মধ্যে পড়ছে রোহানিয়া, বারাণসী উত্তর, বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্টটনমেন্ট ও সেবাপুরী। আগামী ১০ ফেব্রুয়ারি ভোটের ফল প্রকাশ হবে। 

Summery- চায়ে পে চর্চা, বিশাল রোড শো। সারাদিন সংবাদমাধ্যমের শিরোনামে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীর অলিগলি ঘুরে, সাধারণ মানুষের পাশে বসে বার্তা দিলেন আমি তোমাদেরই লোক। মোদীর এই ছবিগুলির পোস্ট করে বিজেপির ক্যাপশন- "কাশীর ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'চাই পে আলোচনা' কাশীর বাসিন্দাদের সাথে," শুধু ছবিই নয়, এদিন প্রধানমন্ত্রীর চা খাওয়ার একটি ভিডিওও শেয়ার করেছে বিজেপি। 

‘কুলহার’ গরম চায়ে চুমুক দেন প্রধানমন্ত্রী। তিনি দোকানের বাইরে জড়ো হয়ে থাকা লোকদেরও হাত নেড়ে অভিবাদন জানান। চায়ে চুমুক দেওয়ার সময় চায়ের স্টলে উপস্থিতদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর কাছে দোয়া চেয়েছেন চা স্টল মালিক।

২০১৪ সালে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রচারের সময় প্রধানমন্ত্রী মোদি 'চাই পে চর্চা' চালু করেছিলেন। এই উদ্যোগটি বিজেপির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে দেখা যায়। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রোডশো মালদহিয়ার গোলচত্ত্বর থেকে শুরু হয়। রোডশো শেষ হবে কাশী বিশ্বনাথ মন্দির এলাকায়। নামাজ শেষ হয়ে যাওযার পরে তিনি খাজুরিয়া নামের একটি গ্রামে জনসভাবে ভাষণ দেন। রাতে থাকবেন শহরের ডিজেল কোলোমোটিভ ওয়ার্ক এক গেস্ট হাউসে। রোডশোয়ে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেনের মুর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বারাণসী লোকসভা আসনের মধ্যে পড়ছে রোহানিয়া, বারাণসী উত্তর, বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্টটনমেন্ট ও সেবাপুরী। আগামী ১০ ফেব্রুয়ারি ভোটের ফল প্রকাশ হবে। 

প্রধানমন্ত্রী মোদী বারাণসীর সাংসদ। শেষের পথে উত্তরপ্রদেশ নির্বাচন (UP elections 2022)। মোট সাত দফায় ভোট ছিল সেখানে। বারাণসীতে (Varanasi) জোর কদমে চলছে ভোটের প্রচার। বারাণসীতে সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় রয়েছে ভোট। তাঁর প্রচার চলছে এখন জোর কদমে। শুক্রবার সেখানেই প্রচার করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীর রাস্তায় এক বর্ণাঢ্য রোড শো করতে দেখা যায় মোদীকে। মোদীর রোড শো ঘিরে অসংখ্য মানুষের ঢল নামে এদিন রাস্তায়।

মোদীর (Narendra Modi) প্রচার ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিজেপির জয় নিয়ে আশাবাদী বিজেপি কর্মীরা। সাফ জানালেন আবারও যোগী আদিত্যনাথই ক্ষমতায় আসবে সেখানে। বারাণসীতে মহিলারা সুরক্ষিত, জানান বিজেপির সমর্থকরা। প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উত্তরপ্রদেশ নির্বাচন। টানা প্রায় এক মাস ধরে নির্বাচন চলছে সেখানে