সংক্ষিপ্ত

কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে বুধবার দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে ৬৮২৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান মধুসূদন মিস্ত্রি মল্লিকার্জুন খাড়গেকে নির্বাচিত ঘোষণা করেছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করেছেন এবং আসন্ন মেয়াদ ফলপ্রসূ হোক এই কামনা করেছেন। ২৪ বছর পর অ-গান্ধী সভাপতি পেয়েছে কংগ্রেস। আগামী নির্বাচনে দলকে বিজয়ী করার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে তার।

খাড়গে কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, "কংগ্রেসের সভাপতি হিসাবে তাঁর নতুন দায়িত্বে শ্রী মল্লিকার্জুন খাড়গেকে আমার শুভেচ্ছা। তার ভবিষ্যৎ কার্যকাল ফলপ্রসূ হোক।

উল্লেখ্য, কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে বুধবার দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে ৬৮২৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান মধুসূদন মিস্ত্রি মল্লিকার্জুন খাড়গেকে নির্বাচিত ঘোষণা করেছেন। তিনি বলেন, খাড়গে পেয়েছেন ৭,৮৯৭ ভোট এবং থারুর পেয়েছেন ১,০৭২ ভোট। মিস্ত্রি বলেন, নির্বাচনে ৯ হাজার ৩৮৫ ভোট পড়েছে এবং এর মধ্যে ৪১৬টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে।

প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ৮০ বছর বয়সে কংগ্রেসের সভাপতি হয়েছেন। কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে শশী থারুরকে পরাজিত করে দেশের প্রাচীনতম দলের নেতৃত্ব জিতেছেন তিনি। কর্ণাটক থেকে আসা মল্লিকার্জুন খাড়গে বিধায়ক এবং রাজ্য সরকারের মন্ত্রীর পর কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছেন। 

বুধবার সকাল ১০টা থেকেই শুরু হয় কংগ্রেসের নব সভাপতি নির্বাচনের ভোট গণনা। বেলা ২টোর মধ্যেই প্রকাশ্যে আসে ফলাফল। খাগড়ের পক্ষে ভোট পরে সাত হাজারেরও বেশি, শশী পেলেন মাত্র ১০৭২ ভোট। অবশ্য এই ফলাফল একরকম প্রত্যাশিত ছিল বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। যদিও ভোট গণনার শুরুতেই রিগিংয়ের অভিযোগ উঠেছিল থারুর শিবিরের পক্ষ থেকে। এই মর্মে নির্বাচনী আধিকারিকদের কাছে নালিশ জানালও সেই অভিযোগ ধোপে টেকেনি। গণনা শেষে বিপুল ভোটে জয়ী হয় কংগ্রেসের নবতম সভাপতির পদে বসতে চলেছেন মল্লিকার্জুন খাগড়ে। 

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটির তথ্য অনুযায়ী দেশের প্রতি ২০০ ভোটার পিছু একটি করে বুথ নির্ধারিত করা হয়। দেশে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩৬ ও বুথের সংখ্যা ৬৭টি। ভোট গ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কংগ্রেস। শুধু তাই নয় এই প্রথম ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয় পত্র দেওয়া হয় কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটির তরফ থেকে। এই পরিচয় পত্র ছাড়া ভোট দেওয়া যাবে না। প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন। ওই একই শিবির থেকে তাঁর সঙ্গে ভোট দেন আরও ৫০ জন।