- Home
- India News
- শাহের অফিস থেকে শুরু করে এক ছাদের তলায় সব মন্ত্রক, মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে নয়া 'কর্তব্য ভবনের'
শাহের অফিস থেকে শুরু করে এক ছাদের তলায় সব মন্ত্রক, মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে নয়া 'কর্তব্য ভবনের'
New Central Vista Bhawan: অবশেষে অবসান হতে চলেছে বহু প্রতীক্ষার। খুলে যাচ্ছে নতুন সেন্ট্রাল ভিস্তা ভবন। নতুন এই ভবনের নামকরণ কী হবে? কবে থেকে খুলছে এই ভবন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

সেন্ট্রাল ভিস্তা ভবন
খুব শীঘ্রই অবসান ঘটতে চলেছে দীর্ঘ প্রতিক্ষার। খুলে যাচ্ছে সেন্টাল ভিস্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়া এই ভবনের উদ্বোধন হবে। সূত্রের খবর, আগামী ৬ অগাস্ট, বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সেন্ট্রাল ভিস্তা ভবন 'কর্তব্য ভবন'-এর উদ্বোধন করবেন। এই নতুন ভবনটিতে স্বরাষ্ট্র মন্ত্রক এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রকের কার্যালয় থাকবে বলে জানা গিয়েছে।
কবে উদ্বোধন হবে কর্তব্য ভবনের?
সরকারি সূত্র মারফত খবরে জানা গিয়েছে, আগামী ৬ অগাস্ট বুধবার সন্ধ্যা ৬টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই ভবনের উদ্বোধন হতে চলেছে। ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে। এই মহাপরিকল্পনার অধীনে ইতোমধ্যে নতুন সংসদ ভবন চালু হয়েছে, যা দেশের আইন প্রণয়নের কেন্দ্র। এছাড়াও, একটি সাধারণ কেন্দ্রীয় সচিবালয় এবং রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত তিন কিলোমিটার দীর্ঘ রাজপথের (বর্তমানে 'কর্তব্য পথ') সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
একছাদের তলায় সব মন্ত্রক
জানা গিয়েছে, এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে ভারতের প্রশাসনিক পরিকাঠামোকে আরও আধুনিক ও সুসংহত করা হচ্ছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পটি শুধু একটি নির্মাণ কাজ নয়, এটি একবিংশ শতাব্দীর ভারতের প্রশাসনিক দক্ষতা এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি। যা আগামী ৬ অগাস্ট সম্পূর্ণরূপে উদ্বোধন হতে চলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস
জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলির জন্য একটি আধুনিক কেন্দ্র হিসাবে কাজ করবে কর্তব্য ভবন। যা ব্রিটিশ আমলের পুরনো ভবনগুলির কার্যকারিতা ফুরিয়ে যাওয়ার কারণে তৈরি করা হয়েছে। বর্তমানে নর্থ ব্লক থেকে পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রক সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে নতুন এই ভবনে স্থানান্তরিত হবে।
উন্নত পরিকাঠামোয় তৈরি
এছাড়াও নতুন ভবনটি শক্তি-সাশ্রয়ী বৈশিষ্ট্য, আধুনিক অফিসের পরিকাঠামো এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত। এছাড়া, বিভিন্ন মন্ত্রকের মধ্যে যাতায়াতের সময় কমানো এবং আন্তঃবিভাগীয় সমন্বয় নিশ্চিত করার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

