নেতাজির জন্মদিবসে আন্দামান ও নিকোবরে ২১টি দ্বীপের নামকরণ করলেন মোদীর

আজ নেতাজির জন্মদিনে আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে। পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই সকল দ্বীপের নামকরণ করা হবে।

/ Updated: Jan 23 2023, 02:57 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ১২৭তম জন্মবার্ষিকী। আজকের দিনটি পরাক্রম দিবস হিসেবেও পালিত হয়। এবছর এই বিশেষ দিনটি পালনে এক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আজ নেতাজির জন্মদিনে আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে। পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই সকল দ্বীপের নামকরণ করা হবে। রস আইল্যান্ডের নাম দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। সর্ববৃহৎ দ্বীপটির নামকরণ করা হয়েছে মেজর সোমনাথ শর্মার নামে। যিনি ৩ নভেম্বর ১৯৪৭-এ শ্রীনগর বিমানবন্দরের কাছে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন। এই ২১ জন সেনার তালিকায় রয়েছে, লেফটেন্যান্ট রমা রাঘোবা রানে, নায়েক যদুনাথ সিং, মেজর পিরু সিং, ক্যপ্টেন জিএস সালারিয়া, লেফটেন্যান্স কর্নেল ধন সিং থাপা, সুবেদান জোগিন্দর সিং, মেজর শয়তন সিং, আবদুল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি তারাপুর, আলবার্ট এক্কা, মেজর হোশিয়ার সিং, অরুণ ক্ষেত্রপাল, নির্মলজিৎ সিং শেখন, মেজর রামস্বামী শরমেশ্বরন, নায়েব সুবেদার বানা সিংস ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমান পান্ডে, সুবেদার মেজর সঞ্জয় কুমার, সুবেদার মেজর অবসরপ্রাপ্ত গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব।

Read more Articles on