সংক্ষিপ্ত
- দুদিনের গুজরাত সফরে রয়েছেন নরেন্দ্র মোদি
- একতা প্যারেডের সামিল হতে একাধিক উদ্যোগ
- শনিবার দিনভয় একাধিক প্রকল্পের উদ্বোধন
- জেনে নিন শনিবার প্রধানমন্ত্রীর কর্মসূচী
দুদিনের গুজরাত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সেখানে পৌঁচ্ছনোর পরই তিনি প্রথমেই দেখা করে নেন আহমেদাবাদে প্রয়াত কেশুভাইয়ের পরিবারের সঙ্গে। পরে মা হীরা বেনের সঙ্গে দেখা করবেন মোদি বলেও সামনে আসে খবর। শনিবার দিনভয় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এদিনের সূচীতে রয়েছে-
- সকাল দশটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরদার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির পায়ে ফুল দেবেন
- এরপর সকাল ন'টায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ভাষণ দেবেন
- বেলা ১১ টায় সিভিল সার্ভিসে নবাগতদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী
- বেলা ১১ টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেভা দিয়া জলপ্রপাত এর উদ্বোধন করবেন এবং তার সঙ্গে সি-প্লেন সার্ভিসের উদ্বোধন করে।
- বেলা একটায় তিনি সবরমতী জলপ্রপাত ও সি প্লেন সার্ভিস এর উদ্বোধন করবেন
করোনা ভাইরাসের থাবা বসানোর পর থেকেই গুজরাতে আর যাওয়া হয়নি প্রধানমন্ত্রীর। তাই দীর্ঘ দিনের পর নিজের বাড়ির পথে প্রধানমন্ত্রী। শনিবার সকাল থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একের পর এক প্রকল্প উদ্বোধন করবেন তিনি। রাখবেন বক্তব্যও।