প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্রি করা হবে
এমনই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওএলএক্স-এ
তদন্তে নেমে চার যুবককে গ্রেফতার করল পুলিশ
কত জাম হেঁকেছিল তারা জানেন
এ এক অদ্ভূত ঘটনা! এক দুঃসাহসিক প্রচেষ্টা! দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ই কিনা অনলাইনে বিক্রি করার চেষ্টা করা হল! শুনে অবিশ্বাস্য মনে হলেও, শুক্রবার এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারানসী। সেখানে রবীন্দ্রপুরীতে তাঁর একটি কার্যালয় রয়েছে। বারানসী গেলে সেই কার্যালয় থেকেই সংসদীয় কেন্দ্রের বিভিন্ন বিষয় পরিচালনা করেন তিনি। পুলিশ জানিয়েছে সেই কার্যালয় ভবনটিরই একটি ছবি তুলে ওএলএক্স ওয়েবসাইটে পোস্ট করেছিলেন চার যুবক। তারা বলেছিল, প্রধানমন্ত্রীর সংসদীয় কার্যালয়টি বিক্রি করা হবে। এটি চারটি কক্ষ এবং চারটি শৌচাগার সহ একটি ভিলা, মোট জায়গা সাড়ে ছয় হাজার বর্গফুট।
Varanasi: Four persons arrested in Jawahar Nagar Colony for posting a picture of Prime Minister's Varanasi office on OLX website for sale.
— ANI UP (@ANINewsUP) December 18, 2020
"Accused who clicked picture of the office & three others have been arrested. A case has been filed & further probe underway," says Police. pic.twitter.com/DsgCQMsHXG
পুলিশ জানিয়েছে, তাঁদের নজরে বিজ্ঞাপনটি আসতেই তারা তদন্ত শুরু করে। এরপরই ওএলএক্স সংস্থাও বিজ্ঞাপনটি সরিয়ে দেয়। পুলিশ জানতে পারে লক্ষ্মীকান্ত ওঝা নামে একজন ওই বিজ্ঞাপন দিয়েছে। পরে এই বিষয়ে একটি এফআইআর-ও দায়ের করা হয়। এদিন এই ঘটনায জড়িত থাকার অভিযোগে বারানসীরই জওহর নগর কলোনি থেকে ওই ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে এই কণ্ডে আকর কেউ জড়িত আছে কি না, তাদের উদ্দেশ্যই বা কী - এই সব বিষয়ে আরও করা হবে।
২০১৪ সালে প্রথমবার ঐতিহাসিক বারানসী শহর থেকে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর ২০১৯ সালেও আরও একবার মোদীকে আশীর্বাদ করেছে বারানসী।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 19, 2020, 10:48 AM IST