সংক্ষিপ্ত

  • বিজয়া দশমী উপলক্ষ্যে রাষ্ট্রনেতাদের শুভেচ্ছা
  • দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • ট্যুইট করে শুভেচ্ছা রাষ্ট্রপতির
  • শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
     

বিজয়া দশমী উপলক্ষ্যে রাজ্য তথা দেশবাসীকে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দশেরা উপলক্ষ্যেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

গত বছর রামলীলা ময়দানে দশেরার উৎসবে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও পোস্ট করে ট্যুইটারে দেশবাসীকে বিজয়াদশমী উপলক্ষ্যে শুভেচ্ছা জানান মোদী।

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে দশেরা উৎসব   মানুষকে অভাবী ও বঞ্চিতদের সহায়তায় কাজ করার জন্য অনুপ্রাণিত করবে।

 

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটারে রাহুল লেখেন, অশুভকে হারিয়ে শুভর চূড়ান্ত জয়লভা সর্জনীন সত্য। আজ আমরা সেই সত্যের প্রতি আমাদের বিশ্বাসকেই উদযাপন করি।

 

দশেরা উপলক্ষ্যে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন  সব দলের রাজনৈতিক নেতা-নেত্রীরাই।