সংক্ষিপ্ত

কুম্ভমেলায় ফের আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল ২টি গাড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহা কুম্ভমেলায় যাওয়ার প্রধান সড়কে দুটি গাড়িতে শনিবার সকালে আগুন লেগে যায়। দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। “সকাল সাড়ে ৬টার দিকে একটি মারুতি  গাড়িতে আগুন লাগার খবর পাই। ৬টি দমকল ও জলের ট্যাঙ্কার পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি,” উত্তরপ্রদেশের দমকল কর্মকর্তা বিশাল যাদব জানিয়েছেন।

বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহা কুম্ভমেলায় আসা বহু গাড়ি সেখানে পার্ক করা ছিল। প্রচণ্ড গরমের কারণে আগুন লেগেছে বলে দমকল বাহিনী জানিয়েছে।

১৯ জানুয়ারি কুম্ভমেলা প্রাঙ্গণে আগুন লাগার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটল। সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছিল বলে জানা গেছে। জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনী আগুন নেভাতে তৎপরতা দেখায়। সেই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।

এ ধরনের ঘটনার সমালোচনা করে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।