প্রমোদতরী গঙ্গা বিলাস, ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর হাতে শুভ সুচনা, প্রতিদিনের খরচ শুনলে মাথায় হাত দেবেন!
৫১ দিনে বারাণসী থেকে ডিব্রুগড় প্রমোদতরী গঙ্গা বিলাস। ১৩ জানুয়ারি বারাণসীতে নদী বক্ষে বিশ্বের দীর্ঘতম বিলাসতরী। 'গঙ্গা বিলাসে'র যাত্রা শুরু হবে ১৩ জানুয়ারি । শুভ সুচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৫১ দিনে বারাণসী থেকে ডিব্রুগড় প্রমোদতরী গঙ্গা বিলাস। ১৩ জানুয়ারি বারাণসীতে নদী বক্ষে বিশ্বের দীর্ঘতম বিলাসতরী। 'গঙ্গা বিলাসে'র যাত্রা শুরু হবে ১৩ জানুয়ারি । শুভ সুচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও বাংলাদেশের ৫টি রাজ্য জুড়ে ২৭টি নদী পথ অতিক্রম করবে। ৩,২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে। ৫১ দিনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ঘুরবে। পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের ঢাকা এবং অসমের গুয়াহাটি সহ মোট ৫০টি পর্যটনস্থল ঘুরবে। গঙ্গা বিলাসে প্রতিদিন জন প্রতি টিকিটের মূল্য ২৪,৬৯২ টাকা। যাত্রাপথের মোট ৫১ দিনের ভাড়া ১২.৫৯ লক্ষ টাকা।