সংক্ষিপ্ত
কংগ্রেস আশা করছে দলের দুই শীর্ষ নেতা বিশেষ করে গান্ধী পরিবারের প্রথম সারির দুই সদস্য যদি উত্তর প্রদেশ থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কংগ্রেসের ফল আগের তুলনায় ভাল হতে পারে।
২০২৪ সালের লোকসভা নির্বাচন অসন্ন। উত্তর প্রদেশে নিজের জায়গা দখল করতে এবার মরিয়া কংগ্রেস। কারণ একটা সময় যে উত্তর প্রদেশ কংগ্রেসের শক্তি ঘাঁটি ছিল। তা গত কয়েক বছর ধরেই হাতছাড়া। একাধিকবার চেষ্টা করেও নিজের ঘাঁটি উদ্ধার করতে পারেনি কংগ্রেস। কিন্তু এই অবস্থায় নতুন পন্থা নিল কংগ্রেস। অজয় রাই কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পরই উত্তর প্রদেশ পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই অবস্থায় কংগ্রেসের একটি অংশের দাবি উত্তর প্রদেশ থেকে রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধী উভয়কেই প্রার্থী করা হোক।
কংগ্রেস আশা করছে দলের দুই শীর্ষ নেতা বিশেষ করে গান্ধী পরিবারের প্রথম সারির দুই সদস্য যদি উত্তর প্রদেশ থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কংগ্রেসের ফল আগের তুলনায় ভাল হতে পারে। যদিও প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই কংগ্রেসের উত্তর প্রদেশের বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন। কিন্তু তারপরেও দল তেমন সফল হয়নি। তবে রাহুল গান্ধী উত্তর প্রদেশ থেকে কিছুটা দূরেই থাকেন।
যাইহোক কংগ্রেস সূত্রের খবর দলের রাজ্যসভাপতি অজয় রাইও চাইছেন রাহুল গান্ধীকে আবার আমেঠি থেকে প্রার্থী করতে। যদিও গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী আমেঠি থেকে বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন। ওয়াইনাড থেকে রাহুল গান্ধী সাংসদ। যদিও আমেঠির একাধিক দলীয় কর্মসূচিতে রাহুলকে আমেঠি দেখা যায়। সেখানে তাঁর এরটি জনসমর্থন রয়েছে। যদিও আগামী লোকসভা নির্বাচনে সেই রাহুল ম্যাজিক কাজ করবে কিনা তা স্পষ্ট নয়।
সূত্রের খবর রায়বরেলি কেন্দ্র থেকে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়়রা। কারণ দলের নেতা কর্মীদের একটা বড় অংশই সেটা চাইছে। তবে এই কেন্দ্রটিও দীর্ঘদিন কংগ্রেস বিশেষ করে গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি। এই আসন থেকেই এতদিন প্রার্থী ছিলেন সনিয়া গান্ধী। এবার সেই কেন্দ্র থেকেই প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। কারণ গতবছর প্রিয়াঙ্কা গান্ধী এই কেন্দ্রেই সনিয়ার নির্বাচনী প্রচারের দায়িত্ব ছিলেন। আর সেই কারণে তিনি এই এলাকায় জনসংযোগে অনেকটা এগিয়ে রয়েছেন।
রাহুল গান্ধী যদি আমেঠি থেকে প্রার্থী হন, আর প্রিয়াঙ্কা রায়বরেলি থেকে প্রার্থী হন তাহলে সোনিয়া গান্ধী কোথা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কংগ্রেস সূত্রের খবর সনিয়া গান্ধীর স্বাস্থ্য ভাল নেই। বর্তমানে তিনি অসুস্থ। তাই সেই কারণে তিনি আগামী নির্বাচনে লড়াইতে সামিল হতে না পারেন।
যদিও রাহুল ও প্রিয়াঙ্কা বর্তমানে দলের নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। আর সেই কারণে এই বিষয়ে তারা এখনও কিছুই জানাননি। পাশাপাশি দলের পক্ষ থেকেও রাহুল-প্রিয়াঙ্কার প্রার্থী পদ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়নি।
আরও পড়ুনঃ
২১ জুলাইয়ের মমতার সভাস্থলেই অমিত শাহের জনসভা? ২৯ নভেম্বর বিজেপির সভা নিয়ে রায় আদালতের
ভারতগামী জাহাজ লোহিত সাগরে হাইজ্যাক করেছে ইরানের হুথি জঙ্গিরা, দাবি ইজরায়েলের