আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের বোধগম্য ব্যাখ্যা -এশিয়ানেট নিউজ ডায়ালগে মুখোমুখি অধ্যাপক উন্নীকৃষ্ণাণ

আমরা ছোটবেলা থেকেই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে নানা কিছু তথ্য পেয়েছি কিন্তু ভারতীয় অধ্যাপক উন্নীকৃষ্ণান এই তত্ত্বকে চ্যালেঞ্জ করছেন। এশিয়ানেট নিউজ ডায়ালগে  মুখোমুখি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক সি.এস.উন্নীকৃষ্ণাণ |

/ Updated: Jan 08 2023, 05:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমরা ছোটবেলা থেকেই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে নানা কিছু তথ্য পেয়েছি। সারা বিশ্বে স্বীকৃত এই তত্ত্ব। কিন্তু ভারতীয় অধ্যাপক উন্নীকৃষ্ণান এই তত্ত্বকে চ্যালেঞ্জ করছেন। অধ্যাপক উন্নিকৃষ্ণান তার পরম তত্ত্বকে সাধারণ মানুষের উপায়ে ব্যাখ্যা করেছেন। এই সপ্তাহের এশিয়ানেট নিউজ ডায়ালগে এশিয়ানেট নিউজের প্রতিনিধি অখিলা নন্দকুমারের মুখোমুখি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক সি.এস.উন্নীকৃষ্ণাণ