সংক্ষিপ্ত

  • বিমান দুর্ঘটনায় নিহত বায়ুসেনাদের শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং
  • গত ৩ জুন বায়ুসেনা বিমান এএন-৩২ ভেঙে পড়ে অরুণাচল প্রদেশের কাছে
  • খারাপ আবহাওয়ার জেরে ব্যহত হচ্ছিল উদ্ধারকাজ
  • অবশেষে পাওয়া গিয়েছে ১৩ বায়ুসেনা আধিকারিকের দেহ

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার বিমান দুর্ঘটনায় নিহত বায়ুসেনাদের উদ্দেশে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন। 

গত ৩ জুন তারিখে বায়ুসেনা বিমান এএন-৩২ অরুণাচল প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় ভেঙে পড়ে। ওই দিন অসমের জোরহাট থেকে অরুণাচলপ্রদেশের মেনচুকার উদ্দেশে রওনা দিয়েছিল বায়ুসেনা বিমানটি। টেক অফ করার মাত্র আধ ঘন্টার মধ্যেই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই বিমানটি। এরপর ভারতীয় বায়ুসেনার একটি উদ্ধারকারী দল সেই থেকে নেমে পড়েছিল উদ্ধারকার্যে। কিন্তু খারাপ আবদহাওয়ার জন্য যথেষ্ট ব্যহত হচ্ছিল উদ্ধারকাজ। 

এরপর বায়ুসেনা, সেনাবাহিনী এবং এলাকার স্থানীয় মানুষদের প্রচেষ্টায় বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। তবে ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। 

 

অবশেষে, গত ৩ জুন থেকে নিখোঁজ থাকার ঠিক ১৭ দিন পর বায়ুসেনার ওই বিমানটি থেকে উদ্ধার করা হল ১৩ জন বায়ুসেনা আধিকারিকের দেহ। অরুণাচল প্রদেস থেকে ১৩ জন বায়ুসেনা আধিকারিকের দেহ এদিন দিল্লিতে নিয়ে আসা হয়। এরপর দেহগুলি তুলে দেওয়া হবে নিহত বায়ুসেনাদের পরিবারের হাতে।