- Home
- India News
- দেশ জুড়ে যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা! নিন্ম মধ্যবিত্ত কীভাবে জোগাবে দু-মুঠো অন্ন?
দেশ জুড়ে যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা! নিন্ম মধ্যবিত্ত কীভাবে জোগাবে দু-মুঠো অন্ন?
দেশ জুড়ে যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা! কারণ জানলে অবাক হবেন

কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। এতে ১২ লাখের মধ্যে আয়ে কর ছাড় দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন অর্থমন্ত্রী।
বাজেট নিয়ে একাংশের দাবী বিহার-কে বাজেটে প্রচুর উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলার জন্য কিছুই করা হয়নি।
তাদের দাবী টিভি মোবাইলের দাম কমলেও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যর দাম কমানো হয়নি বাজেটে।
আর এই বাংলাকে বাজেটে বঞ্চনার জন্য অন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন।
তাদের আশা ছিল এত দিন ধরে পাঠানো আবেদনে আলোকপাত করে বাজেটে তাদের হয়ে সামান্য কিছু অনুদান দেওয়া হবে।
সেটা তো হয়নি, উল্টে তাদের বিষয়ে কোনও আলোচনাই করেনি কেন্দ্র।
ফলে তার প্রতিবাদ স্বরূপ কেন্দ্রকে চাপে ফেলতেই এই বৈঠক করে কিছু সিদ্ধান্ত নেবেন তারা।
এমনকী তারা যাতে লাভবান হোন এই সংক্রান্ত কোনও বিষয়ে নজরও দেয়নি কেন্দ্র। এর ফলে হায়দরাবাদে হবে সর্বস্তরের এই জাতীয় বৈঠক।
এই বৈঠকে তাদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এই ফেডারেশনের দাবি শুনতেই বৈঠকে বসবেন।
আর এই বৈঠকে তাদের দাবি না মানলেই অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবেন রেশন ডিলার সংগঠন।