সংক্ষিপ্ত
২০১৬ সালে নোটবন্দির সময় বাজারে চালু ছিল ৫০০ ও ১ হাজার টাকার নোট। তাছাড়াও ছিল ১০০, ৫০, ২০, ১০ আর ৫ টাকার নোট।
বাজারে এসেছে নতুন নোট (Note)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নোটের ছবি। কিন্তু অনেকেই হাতে নতুন নোট না পাওয়ায় উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু সত্যি কি বাজারে এসেছে নতুন নোট? জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। কারণ আরবিআই নোট বাজারে ছাড়ে বা বাজার থেকে তুলে নেয়।
২০১৬ সালে নোটবন্দির সময় বাজারে চালু ছিল ৫০০ ও ১ হাজার টাকার নোট। তাছাড়াও ছিল ১০০, ৫০, ২০, ১০ আর ৫ টাকার নোট। নোটবন্দির সময় কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ নোট বাজার থেকে তুলে নেয়। তারপর বাজারে চালু করেছিল ২০০০ টাকার নোট। কিন্তু সেই নোটও ২০২৩ সালে বাজার থেকে তুলে নেয় কেন্দ্রীয় সরকার। তারপর কী বাজারে নতুন নোট এসেছে?
নতুন নোট মাসে ৩৫০ ও ৫ টাকার নোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। কিন্তু ভাইরাল হওয়া ছবিগুলি ৩৫০ টাকা অর্থাৎ সাড়ে তিনশো টাকার নোটের ছবি। রয়েছে ৫ টাকার নতুন নোট। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে নোটগুলি নিয়ে এসেছে আরবি আই।
বছর তিনেক আগেও এজাতীয় নোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বাজারে বর্তমানে ৫,১০,২০,৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট চলছে। ১০ ও ৫ টাকার নোটের অবস্থা জরাজীর্ণ। যদিও কয়েনগুলি ভাল অবস্থায় রয়েছে। তবে আরবিআই সূত্রের খবর ২ ও ৫ টাকার নোট ছাপান আপাতত বন্ধ রয়েছে। কিন্তু তবে এই জল্পনায় রীতিমত জল ঢেলে দিয়েছে আরবিআই।
আরবি আই জানিয়েছে, যে নোটগুলি চলছে সেগুলি চলবে। সেখানে নতুন করে কোনও নোট তারা ছাপায়নি। এখানে আরও একটি তথ্য সামনে এসেছে। ১৯৩৮ সালে আরবিআই ১০ হাজার টাকার নোট ছাপিয়েছিল। তবে সেটি বন্ধ হয়ে যায় ১৯৪৬ সালে। ফের ১০ হাজার টাকার নোট নিয়ে আসা হয় ১৯৫৪ সালে। সেটিকেও বন্ধ করে দেওয়া হয় ১৯৭৮ সালে। ভাইরাল ছবি নিয়ে গুরুত্ব দিতে নিষেধ করেছে আরবিআই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।